পেইচিং অলিম্পিক গেমসের সাংগঠনিক কমিটি ৮ মার্চ অলিম্পিক গেমস ২০০৮'র টিকিট বিষয়ক সরকারী ওয়েবসাইট আনুষ্ঠানিকভাবে চালু করেছে। ওয়েবসাইটের ঠিকানা: http://www.ticket.beijing2008.cn
খবরে প্রকাশ, এ ওয়েবসাইট হল পেইচিং অলিম্পিক গেমসের সাংগঠনিক কমিটির সরকারী আনলাইন টিকিটের তথ্য ও বেচার একমাত্র প্ল্যাটফর্ম। এ ওয়েবসাইটে চীনা ও ইঙ্গলিশ ভাষায় সারা বিশ্বের কাছে সর্বশেষ পেইচিং অলিম্পিক গেমসের ঠিকিট বিক্রির নীতি ও তথ্য প্রকাশিত হয়েছে। পেইচিং অলিম্পিক গেমসের টিকিট পরিকল্পনা অনুযায়ী, বর্তমানে এ ওয়েবসাইটে টিকিট অগ্রিমে বেচার আবেদন গৃহীত হয় নি।
|