পেইচিং অলিম্পিক গেমসের সাংগঠনিক কমিটির বাজার উন্নয়ন বিভাগের পরিচালক ইউয়ান বি ৭ মার্চ বলেছেন, পেইচিং অলিম্পিক গেমসের সাংগঠনিক কমিটি এ বছরের মধ্যে প্রতিবন্ধী অলিম্পিক গেমস ২০০৮'র পণ্য সরবরাহকারী ব্যবসায়ী সংগ্রহ কাজ সম্পন্ন করবে।
তিনি বলেছেন, পেইচিং প্রতিবন্ধী অলিম্পিক গেমস ২০০৮'র বাজার উন্নয়ন পরিকল্পনা গত বছর শুরু ধরে সুষ্ঠুভাবে চলছে। বর্তমানে ১২টি দেশী ও বিদেশী শিল্প-প্রতিষ্ঠান পেইচিং প্রতিবন্ধী অলিম্পিক গেমসের সহযোগিতামূলক অংশীদারী এবং ৯টি আর্থিক সাহায্যদানকারী ব্যবসায়ীতে পরিণত হয়েছে।
তিনি বলেছেন, এ বছর পেইচিং অলিম্পিক গেমসের সাংগঠনিক কমিটি অব্যাহতভাবে প্রতিবন্ধী অলিম্পিক গেমসের বাজার উন্নয়নে কাজ করবে। প্রধান বিষয় হল প্রতিবন্ধী অলিম্পিক গেমস ২০০৮'র পণ্য সরবরাহকারী ব্যবসায়ী সংক্রান্ত পরিকল্পনা।
|