মার্কিন হোয়াইট হাউসের মুখপাত্র টনি স্নো ৭ মার্চ প্রেস ব্রিফিংয়ে বলেছেন, ইরানের উচিত অনুষ্ঠিতব্য ইরাক সমস্যা বিষয়ক আন্তর্জাতিক সম্মেলনে ইরাকের সুপ্রতিবেশী হওয়ার এবং সশস্ত্র সংঘর্ষ বন্ধ করার জন্যে ইরাককে সাহায্য করার ইচ্ছা প্রকাশ করা।
স্নো জোর দিয়ে বলেছেন, ইরানের ইরান থেকে ইরাকে প্রবেশ করে সন্ত্রাসীদের তত্পরতা চালানোর ব্যাপারে সুনিশ্চিত তথ্য রয়েছে।
মার্কিন প্রেসিডেন্ট বুশ ৬ মার্চ বলেছেন, অনুষ্ঠিতব্য ইরাক সমস্যা বিষয়ক আন্তর্জাতিক সমম্মেলন ইরান ও সিরিয়ার জন্যে একটি গুরুত্বপূর্ণ পরীক্ষা। এ দু'দেশ সত্যিকারভাবে ইরাককে সাহায্য করবে কিনা এর থেকে স্পষ্টভাবে প্রমাণিত হবে।
|