চীনের বিজ্ঞান একাডমি প্রকাশিত একটি রিপোর্টে বলা হয়েছে, বর্তমানে মোট বৈজ্ঞানিক দলের মধ্যে চীনের নারী বৈজ্ঞানিক ব্যক্তির অনুপাত এক-তৃতীয়াংশ ছাড়িয়ে গেছে।
এ রিপোর্টে বলা হয়েছে, সাম্প্রতিক বছরগুলোতে নারী মাস্টারস ডিগ্রি কোর্সে শিক্ষার্থীদের অনুপাতের বৃদ্ধি প্রবণতা অবশ্যই বৈজ্ঞানিক দলে নারীর সুবিধা জোরদার করবে। কিন্তু উচ্চ পর্যায়ে বৈজ্ঞানিক মহলে নারীর অনুপাত কিছুটা নিম্ন। বর্তমানে চীনের বিজ্ঞান একাডমি ও চীনের ইঞ্জিনিয়ারিং একাডমিতে নারী একাডেমিশিয়ানের অনুপাত ৫.৫ শতাংশ কম।
রিপোর্টে আরো বলা হয়েছে, লিঙ্গ বৈষম্য এখনও নারীদের বৈজ্ঞানিক কাজে লিপ্ত থাকা সীমাবদ্ধ করছে। সমীক্ষা থেকে জানা গেছে, তারা পুরুষের সঙ্গে অনুরুপ সাফল্য অর্জন করতে চাইলে আরো বেশী প্রচেষ্টা চালানো প্রয়োজন।
|