জাপান ও উত্তর কোরিয়ার সম্পর্ক স্বাভাবিক হওয়া সংক্রান্ত সম্মেলন ৮ মার্চ সকালে ভিয়েতনামস্থ দক্ষিণ কোরিয় দূতাবাসে অনুষ্ঠিত হয়েছে। সম্মেলনটি শুরু হওয়ার ৪৫ মিনিট পর শেষ হয়েছে।
একই দিন সকালে দু'পক্ষ উত্তর কোরিয়া উত্থাপিত ইতিহাস সংক্রান্ত সমস্যা ও জাপানের "অপহরণ" ব্যাপার নিয়ে মত বিনিময় করেছে। কিন্তু জাপানের মতে দু'দেশের সম্পর্ক স্বাভাবিককরণের পূর্বশর্ত হলো অপহরণ সমস্যা সমাধান করা। কিন্তু উত্তর কোরিয়া মনে করে এই সমস্যা ইতোমধ্যেই মীমাংশিত হয়েছে। অবশেষে দু'পক্ষ এ ব্যাপারে মতভেদ পোষণ করায় সম্মেলন শেষ হয় যায়।
|