আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থার পরিষদ সম্মেলনে অংশগ্রহণকারী জার্মান প্রতিনিধি পিটার গোটওয়াল্ড ৭ মার্চ ইইউ'র পক্ষে বিবৃতি প্রকাশ করেছেন। তিনি বলেছেন, ইরান যে ইউরেনিয়াম সমৃদ্ধকরণ তত্পরতা এখনো চালাচ্ছে তা অসহ্যনীয়।
গোটওয়াল্ড বলেছেন, ইরানের জাতিসংঘের ১৭৩৭ নম্বর প্রস্তাবের বিরুদ্ধে অব্যাহত ইউরেনিয়াম সমৃদ্ধকরণ তত্পরতা একটি অসহ্যনীয় ব্যাপার। ইরান যে আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থার কর্মকর্তাদের তদন্ত চালানোর দাবি প্রত্যাখ্যান করেছে তাতে তিনি উদ্বেগ প্রকাশ করেছেন।
রানের প্রধান প্রতিনিধি আলি লারিজানি ৭ মার্চ তেহরানে হুশিয়ারি দিয়েছেন যে, ইরানকে যদি তার পরমাণু পরিকল্পনার জন্য কোনো শাস্তি পেতে হয় তাহলে ইরান আর স্থীর থাকবে না এবং কঠোর প্রতিক্রিয়া ব্যক্ত করবে। কিন্তু সঙ্গে সঙ্গে তিনি বলেছেন, আলোচনার মাধ্যমে সমস্যার সমাধান করা উচিত।
|