শাংতুং লুহুয়া গোষ্ঠী লিমিডেট কোম্পানি হচ্ছে বর্তমান চীনের বৃহত্তম বাদাম তেল উত্পাদনকারী একটি শিল্পপ্রতিষ্ঠান । প্রতিষ্ঠানটি কৃষির শিল্পায়ন ক্ষেত্রে চীনের গুরুত্বপূর্ণ শীর্ষ শিল্পপ্রতিষ্ঠানগুলোর অন্যতম । প্রত্যেক বছর ৪ লাখ টন বাদাম তেল এবং ১ লাখ টন সুর্যমুখীর বিচি থেকে তেল উত্পাদন করে । বর্তমানে গোষ্ঠীর শ্রমিক সংখ্যা ৬৩০০জন, লাইইয়াং লুহুয়া বাদাম তেল কোম্পানিসহ এর ১৬টি শাখা কোম্পানি রয়েছে । কোম্পানির প্রধান উত্পাদিত পণ্যদ্রব্য হল লুহুয়া ট্রেডমার্কভুক্ত শীর্ষ শ্রেণীর বাদাম তেল, সুর্যমুখী বিচির তেল, বাদাম মিক্সড তেল, সয়া সচ, ভিনিগার ও বোতলজাতকৃত খাবার পানি । কোম্পানির প্রধান পণ্যদ্রব্য লুহুয়া ট্রেডমার্ক বাদাম তেল ২০০২ সালে চীনের পরীক্ষায় মানসম্পন্ন পণদ্রব্য এবং চীনের শ্রেষ্ঠ গুণগতমান তেলের পুরস্কার লাভ করে । ২০০৩ সালে তা চীনের মহাগণ ভবনের জাতীয় ভোজ সভার রান্নার নিয়মিতভাবে ব্যবহার করা যাচ্ছে । ২০০৪ সালে চীনের জাতীয় পুষ্টি ও উন্নয়ন কেন্দ্রের পুষ্টিকর ও স্বাস্থ্য পণ্যদ্রব্যের পুরস্কারও অর্জন করেছে এবং লুহুয়া নামক ট্রেডমার্ক চীনের বিখ্যাত ট্রেডমার্কে পরিণত হয়েছে । ২০০৫ এবং ২০০৬ সালে লুহুয়া বাদাম তেল চীনের বিখ্যাত ও বেস্ট সেলিং পণ্যদ্রব্যের সুনাম পেয়েছে । কোম্পানির পণ্যদ্রব্য চীনের ৩০টি প্রদেশ, শহর ও স্বায়ত্তশাসিত অঞ্চলে বিক্রি করা হয় এবং বিদেশের অনেক দেশ ও অঞ্চলে রপ্তানী করা হয় । ২০০৫ সালে এর বিক্রি মূল্য ৩.২ বিলিয়ন ইউয়ানে দাঁড়ায় এবং শুল্কের পরিমাণ ছিল ৩৭ কোটি ইউয়ান ।
কোম্পানির উন্নয়ন প্রক্রিয়ায় তারা সবসময় বিজ্ঞান ও প্রযুক্তির উদ্ভাবন করা এবং বিখ্যাত ট্রেডমার্ক প্রতিষ্ঠার উদ্দেশ্যে ব্যাপক প্রচেষ্টা চালায় । কোম্পানির প্রযুক্তি কর্মীরা ৬ বছরের প্রয়াসে সফলভাবে ৫এস পর্যায়ের বাদাম তেল তৈরীর লক্ষে গবেষণা করে যাচ্ছে । বিভিন্ন দেশের বিশেষজ্ঞরা মনে করেন লুহুয়া কোম্পানির এ প্রযুক্তি হল বিশ্বের উন্নতমানের খাবার তেলের উত্পাদন প্রযুক্তি , তা চীন এবং বিদেশে শীর্ষ স্থানে রয়েছে । ২০০২ সালের ২৮ মে চীনের ৩০জনেরও বেশি তেল ক্ষেত্রের বিশেষজ্ঞ নির্দিষ্টভাবে লুহুয়া কোম্পানির তেল উত্পাদন প্রযুক্তি নিয়ে আলোচনা করেছেন এবং চীনের বাদাম তেলের পরীক্ষা মানদন্ডের পদ্ধতি পুনরায় সংশোধন করেছেন । ফলে তাঁরা মনে করেন লুহুয়া কোম্পানির বাদাম তেলের বিশেষ উত্পাদন প্রযুক্তি আগের পুরনো প্রযুক্তির চেয়ে অনেক অগ্রগতি অর্জন করেছে, তা জাতির মানবিক জীবনযাত্রার মান উন্নত করার জন্য নতুন অবদান রেখেছে ।
বর্তমানে কোম্পানির বিক্রি কর্মীর সংখ্যা ২১০০জন, চীনের বিভিন্ন প্রদেশে ৬১টি বিক্রি শাখা প্রতিষ্ঠা করেছে এবং ২০২৬টি খুচরা ক্ষেত্রকে উন্নত করেছে । লুহুয়া ট্রেডমার্ক বাদাম তেল চীনের বাদাম তেলের শীর্ষ পণ্যদ্রব্যে পরিণত হয়েছে ।
লুহুয়া কোম্পানির দ্রুত উন্নয়ন কৃষকদের আয় বৃদ্ধিও ত্বরান্বিত করেছে । তেল বিক্রির পরিমাণ বৃদ্ধির পাশাপাশি কাঁচামাল কেনার পরিমাণও অব্যাহতভাবে বৃদ্ধি পেয়েছে । এখন অন্তঃর্মঙ্গোলিয়া, হোপেই, হোনান, চিয়াংসু এবং আনহুইসহ ৬ প্রদেশের কাঁচামাল উত্পাদন কেন্দ্রের আয় ৪ লাখ হেক্টর, প্রত্যেক বছর ১০ লাখ টন বাদাম উত্পাদন করতে পারে ।ফলে কৃষকদের মোট আয় ২.৫ বিলিয়ন ইউয়ানে দাঁড়িয়েছে । কোম্পানির উন্নয়ন স্থানীয় গ্রামাঞ্চলের কৃষকদের কর্মসংস্থান সমস্যার সমাধান করেছে । কোম্পানির ২০০০রও বেশি কৃষক কর্মীর গড়পড়তা আয় ৮০০০ ইউয়ানেরও বেশি । ২০০৩ সালের ১৪ ডিসেম্বর চীনের প্রেসিডেন্ট হু চিন থাও লুহুয়া গোষ্ঠী পরিদর্শন করার সময় বলেছেন, তোমাদের প্রচেষ্টার ফলে ক্রেতাদের এবং কৃষকদের জন্য সুবিধা এনে দিয়েছে । তোমরা খুব ভালো কাজ করেছ, আশা করি ভবিষ্যতে আরো বেশি প্রচেষ্টা চালিয়ে কৃষকদের ধনী করার উদ্যোগে নেবে ।
|