ইরানের পররাষ্ট্রমন্ত্রী মানোছোর মোত্তাকি৬ মার্চ তেহরানে ইরানের ইউরেনিয়াম সমৃদ্ধকরণ তত্পরতা বন্ধ করা সম্পর্কিত আন্তর্জাতিক আণবিকশক্তি সংস্থার মহা-পরিচালক মোহামেদ এলবারাদেই-এর কথা অস্বীকার করেছেন।
এদিন মোত্তাকি সাংবাদিক সম্মেলনে বলেছেন, ইরান পরমাণু জ্বালানী উত্পাদনের বৈধ তত্পরতা অব্যাহত রাখছে। ইরানের সরকারী তথ্যমাধ্যম থেকে জানা গেছে, ইরানের জাতীয় আণবিকশক্তি সংস্থা এদিন এক বিবৃতিতে বলেছে, ইরানের ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কার্যক্রমপরিবর্তিত হয়নি। নাটানজ পরমাণু স্থাপনায় ইউরেনিয়াম সমৃদ্ধকরণ তত্পরতাও পরিকল্পনা অনুসারে চলছে।
খবরে জানা গেছে, আন্তর্জাতিক আণবিকশক্তি সংস্থার মহা-পরিচালক মোহামেদ এলবারেদেই ৫ মার্চ ভিয়েনায় তথ্যমাধ্যমকে বলেছেন, ইরান হয়ত তার ইউরেনিয়াম সমৃদ্ধকরণ পরিকল্পনা বন্ধ করেছে।
|