চীনের রাষ্ট্রীয় উন্নয়ন ও সংস্কার কমিশনের মহা পরিচালক মা খেই ৭ মার্চ পেইচিংএ বলেছেন, চলতি বছর চীন জ্বালানী সম্পদের সাশ্রয় ও বিষক্ত গ্যাস নিষ্কাশন কমানোর কাজের দিকে বিশেষ মনোযোগ দেবে।
এক সাংবাদিক সম্মেলনে মা খেই বলেছেন, জ্বালানী সম্পদের অভাবের কারনে চীনকে সম্পদ রাখা হবে এবং প্রাকৃতিক পরিবেশ রক্ষা করতে হবে। তা ছাড়া বিষক্ত গ্যাসের নিষ্কাশন কমাতে হবে।
তিনি জোর দিয়ে বলেছেন, চীন সরকার ' ২০০৬ সাল থেকে ২০১০ সাল পযর্ন্ত জি ডি পির শক্তি ব্যয় ২০ শতাংশের কাছাকাছি কমানোর লক্ষ্য উত্থাপন করেছে। আগামী ৫ বছরের মধ্যে এ লক্ষ্য বাস্তবায়নের জন্য চীন সরকার যথাসাধ্য প্রচেষ্টা চালাবে।
|