চীনের জাতীয় উন্নয়ন ও সংস্কার কমিশনের মহা-পরিচালক মা খাই ৭ মার্চ পেইচিংয়ে বলেছেন, গত বছর চীনের অথনৈতিক প্রবৃদ্ধির গতি ছিল স্বাভাবিক।
মা খাই এদিন জাতীয় গণ কংগ্রেসের বার্ষিক সম্মেলনে সাংবাদিক সম্মেলনে এ কথা বলেছেন। তিনি বলেছেন, গত বছর চীনের জি.ডি.পি ১০.৭ শতাংশ বৃদ্ধি পায়। ভোগ্যপণ্যের দাম ছিল স্থিতিশীল, অর্থনীতির ফলপ্রসূতা ভালো ছিল। কিন্তু জ্বালানীসম্পদের ব্যবহার একটু বেশী হয়েছে।
তিনি বলেন, এ বছর চীন জি.ডি.পি বৃদ্ধির লক্ষ্য ৮ শতাংশ নির্ধারণ করেছে। এর উদ্দেশ্য হচ্ছে বৃদ্ধির উপায় পরিবর্তন করা, গঠন কাঠামো সুবিন্যস্ত করা এবং অর্থনৈতিক প্রবৃদ্ধির গুণগত মান বাড়ানোসহ বিভিন্ন বিষয়কে কাজ করার গুরুত্বপূর্ণ বিষয় হিসেবে নির্ধারণ করা। তিনি বিশ্বাস করেন, এ বছর চীনের অর্থনীতি স্থিতিশীল ও দ্রুত উন্নয়নের প্রবণতা বজায় রাখবে।
|