চীনের স্বাস্থ্য মন্ত্রণালয়, রেল মন্ত্রণালয় এবং স্বাস্থ্য এক্সপ্রেস তহবিলের মিলিত উদ্যাগে আয়োজিত ' স্বাস্থ্য এক্সপ্রেস ২০০৭- এর উজ্জ্বলযাত্রার' আরম্ভ অনুষ্ঠান ৬ মার্চ পেইচিংএর অনুষ্ঠিত হয়েছে।
'স্বাস্থ্য এক্সপ্রেস' হল রেল গাড়ীতে স্থাপিত দাতব্য চক্ষু হাসপাতল। হংকং স্বদেশীয়দের প্রদত্ত এই হাসপাতালে বিশেষভাবে ছানি পড়ার কারনে অন্ধ হয়ে যাওয়া দরিদ্র কৃষকদের জন্য বিনা পয়সায় চিকিত্সা দেওয়া হয়। হংকং স্বদেশীয়রা মূল ভূভাগে পর পর তিনটি ' স্বাস্থ্য এক্সপ্রেস' দিয়েছে। ১৯৯৭ সালের জুলাই মাসের পর ' স্বাস্থ্য এক্সপ্রেস' ২১টি প্রদেশ, স্বায়ত্তশাসিত অঞ্চল এবং শহরে গিয়ে মোট ২ লক্ষেরও বেশী কিলোমিটার অতিক্রম করেছে। ৬০ হাজারেরও বেশী ছানি পড়া রোগীদের বিনা পয়সায় অপারেশন করা হয়েছে।
চলতি বছর তিনটি ' স্বাস্থ্য এক্সপ্রেস' তিব্বতের লাসা, শিংচিয়াংয়ের কাস, ইয়ুন্নানের ডালি প্রভৃতি জায়গায় গিয়ে ৯ হাজার রোগীর জন্য অপারেশন করার পরিকল্পনা নিয়েছে।
|