v চীন আন্তর্জাতিক বেতারv বাংলা বিভাগv চীনের বিশ্ব কোষ
China Radio International
পর্যটনসংস্কৃতিবিজ্ঞানখেলাধুলাকৃষিসমাজঅর্থ-বাণিজ্যশিক্ষার আলো
চীনা সংবাদ
বিশ্ব সংবাদ
চীনের কণ্ঠ
সংবাদ ব্যক্তিত্ব
সংবাদের প্রেক্ষাপট
নানা দেশ
কুইজ
আবহাওয়া

মহা মিলন ২০০৮ পেইচিং অলিম্পিক গেমস

ভয়াবহ ভূমিকম্প দক্ষিণ-পশ্চিম চীনে আঘাত হেনেছে

লাসায় ১৪ মার্চ যা ঘটেছিল

ইয়ুন নান প্রদেশ

দক্ষিণ এশিয়া

তৃতীয় নয়ন
আরো>>
(GMT+08:00) 2007-03-07 16:47:24    
চুলের জন্য ক্ষতিকর কয়েকটি ভুল পদ্ধতি

cri
    চুল হচ্ছে আমাদের শরীরের একটি গুরুত্বপূর্ণ অংশ । অনেকেই মনে করে, সুন্দর চুল নিজেদের সুন্দরের জন্য খুবই প্রয়োজনীয় । আজকের অনুষ্ঠানে আমি আপনাদের জন্য চুলের জন্য ক্ষতিকর কয়েকটি ভুল পদ্ধতির কথা জানাবো ।

    ১. সবসময় হেয়ার ড্রায়ার ব্যবহার করা এবং চুল আঁচড়ানো

    আমাদের চুলের মধ্যে রয়েছে পানির উপাদান । যদি চুলের মধ্যে পানির উপাদানের হার ১০ শতাংশের চেয়ে কম হয়, তাহলে আমাদের চুল শুষ্ক হয়ে যাবে এবং সহজভাবে তা পড়ে যাবে । সবসময় চুল ধোয়ার পর হেয়ার ড্রায়ার ব্যবহার করলে, আপনাদের জন্য সুবিধা দেয়ার পাশাপাশি সহজভাবেই তা হবে চুলের জন্য ক্ষতিকর । চুল আঁচড়ানো আমাদের চুলের ময়লা উপাদান পরিস্কার করতে পারে এবং মাথার ত্বকের রক্তের রূপান্তর ত্বরান্বিত করতে পারে । কিন্তু প্রতিদিন যদি বহুবার চুল আঁচড়ান তাহলে চুলের জন্য তা খুবই অসহায়ক হবে । বিশেষ করে লম্বা চুলের মেয়েরা অবশ্যই মাথার ত্বকের দিক থেকে চুল আঁচড়ান , ভালো । যদি শুধু চুলের শেষ দিক থেকে আঁচড়ান, তাহলে চুল সহজভাবেই পড়ে যাবে ।

    ২. চুল ধোয়ার সময় বেশি শ্যাম্পু ব্যবহার করা এবং চুলের ওপর সুগন্ধি ব্যবহার করা ।

    অনেকেই মনে করে, চুল ধোয়ার সময় বেশি শ্যাম্পু ব্যবহার করলে, ভালভাবে চুল পরিস্কার হবে । আসলে তা ঠিক নয় ভুল ধারণা : বেশি শ্যাম্পু ব্যবহার করার পর ,চুল সহজভাবেই শুষ্ক হয়ে যাবে এবং সহজেই পড়ে যাবে । চুল ধোয়ার পর , অনেকেই তাড়াতাড়ি শুকানোর জন্য তোয়ালে দিয়ে মালিশ করে , কিন্তু এটাও আমাদের চুলের জন্য ক্ষতিকর । ঠিক পদ্ধতি হল শুষ্ক তোয়ালে দিয়ে চুলকে জড়িয়ে নিন এবং আস্তে আস্তে মাথার ত্বকে মাসাজ করুন । ফলে তোয়াল চুলের অতিরিক্ত পানি উপাদান গ্রহণ করবে । তা ছাড়া, চুলের ওপর সুগন্ধি ব্যবহার করলে, ফলে আমাদের চুল নষ্ট হয়ে যাবার সম্ভাবনাই বেশী । কারণ সুগদ্ধির মধ্যে রয়েছে আলকোহল, তা চুলের মধ্যেকার পানি শোষণে সহায়ক নয় । এবং চুলকে আরো শুষ্ক করে দেবে ।

    ৩. চুলের রঞ্জিত এবং স্থায়ী ঢেউ তোলা একসাথে করা

    আমরা হেয়ার সালন গিয়ে নতুন হেয়ার স্টাইল তৈরী করার সময় , সবসময় চুলকে রঞ্জিত করা এবং চুলের স্থায়ী ঢেউ তোলার চেষ্টা করে থাকি । কিন্তু মনে রাখবেন একসাথে তা করবেন না । কারণ এসব পদ্ধতি আমাদের চুলের জন্য ক্ষতিকর , যদি একসাথে করেন, তাহলে চুলের জন্য গুরুতর ক্ষতির কারণ হবে । যদি চুলের নতুন স্টাইল পছন্দ না হয় ,তবে কমপক্ষে ২ সপ্তাহ পর তা পরিবর্তন করুন । কারণ অবিলম্বে দ্বিতীয়বার চুলের স্টাইল তৈরী করলে, আপনাদের চুলের জন্য গুরুতর ক্ষতিকর হবে । এবং কারো কারো জন্যে চুল রঞ্জিতকরণের উপাদান ত্বকের সঙ্গে অসঙ্গতিপূর্ণ, তাই তাদের চুল রঞ্জিত না করাই ভালো ।