যুক্তরাষ্ট্র ও উত্তর কোরিয়ার সম্পর্কের স্বাভাবিকায়ণ বিষয়ক কর্মগ্রুপ ৬ মার্চ নিউইয়র্কে দু'দিনব্যাপী বৈঠক শেষ করেছে। বৈঠকে উত্তর কোরিয়ার ওপর অর্থ শাস্তি উঠিয়ে নেয়া সম্পর্কিত সমস্যা এবং যুক্তরাষ্ট্র ও উত্তর কোরিয়ার সম্পর্ক স্বাভাবিকায়ণের প্রক্রিয়ায় সংশ্লিষ্ট রাজনৈতিক ও আইনগত সমস্যা নিয়ে আলোচনা করা হয়েছে।
বৈঠকের পর যুক্তরাষ্ট্রের সহকারী পররাষ্ট্রমন্ত্রী ক্রিস্টোফার আর.হিল নিউইয়র্কের বিদেশী সংবাদদাতাদের কেন্দ্রে তথ্যমাধ্যমকে বলেছেন, তিনি উত্তর কোরিয়ার উপ-পররাষ্ট্রমন্ত্রী কিম কিয়েকুয়ানের সঙ্গে বাস্তব পরিবেশে অনেক বিষয় নিয়ে আলোচনা করেছেন। দু'জন পঞ্চম দফা ছ'পক্ষীয় বৈঠকে গৃহীত "অভিন্ন বিবৃতি বাস্তবায়নের প্রথম কার্যক্রম"দলিলপত্র বাস্তবায়নে আশাবাদ ব্যক্ত করেছেন।
দক্ষিণ কোরিয়ার ইয়ুনহাপ বার্তা সংস্থার সূত্রে জানা গেছে, কিম কিয়েকুয়ান বলেছেন, তিনি হিলের সঙ্গে গঠনমুলক ও আন্তরিক পরিবেশে দ্বিপক্ষীয় কূটনৈতিক সম্পর্কের স্বাভাবিকায়ণের সংশ্লিষ্ট সমস্যা নিয়ে মত বিনিময় করেছেন।
|