প্রিয় শ্রোতাবন্ধুরা, সুদূর পেইচিং থেকে আপনাদের শুভেচ্ছা জানিয়ে আজকের চাওয়া পাওয়া অনুষ্ঠান শুরু করছি। আমি আপনাদের বন্ধু লিলি। আজকের অনুষ্ঠানে আমরা একসঙ্গে শ্রোতাবন্ধুদের পছন্দের গান শুনবো।
বাংলাদেশের ভোলা জেলার শম্ভুপুর গ্রামের জি এস রেডিও শ্রোতা ক্লাবের সভাপতি এম.এইচ.রনি আমাদের অনুষ্ঠানে মনির খান-এর কন্ঠে "১৯৮০ সাল যখন বাল্যকাল"নামক গানটি শুনতে চেয়েছেন। কিন্তু গানটি আমাদের হাতে নেই। তাই মনির খানের গাওয়া আরেকটি গান শোনাচ্ছি। গানের নাম মাঝে মাঝে মনে হয়।
ভারতের আসাম রাজ্যের বর্পিতা জেলার দত্তকুচি গ্রামের খালেদুজ্জমান আমাদের অনুষ্ঠানে কুমার শানুর কন্ঠে " আর পিয়ার করে চিনে মরে ফুলছে পরদা কিজিয়ে এ মেরে হুজুর" গানটি শুনতে চেয়েছেন। গানটি আমাদের কাছে নেই। এ জন্য আমি খুব দুঃখিত। তাই কুমার শানুর গাওয়া "তোমার চোখে ভোরে আলো"নামে গানটি শোনাচ্ছি। আশা করি, আপনি হতাশ হবেন না।
বাংলাদেশের নড়াইল জেলার শররিকা রেডিও ক্লাবের মো: জুয়েল আলী সেখ আমাদের অনুষ্ঠানে এন্ড্রু কিশোরের গাওয়া একটি ছবির গান শুনতে চেয়েছেন। গানের নাম তোমায় গড়েছি বিদি ধাঁ ধাঁ চন্দমাটি তারা। কিন্তু গানটি আমার হাতে নেই। তাই এখন আমরা একসঙ্গে এন্ড্রু কিশোরের গাওয়া আরেকটি গান শুনবো। গানের নাম জীবনের গল্প।
বাংলাদেশের রাজশাহী জেলার চক কাপাসিয়া গ্রামের দিদার রেডিও ক্লাবের সভাপতি আমিন উদ্দিন তাঁর চিঠিতে লিখেছেন, আমি চাওয়া পাওয়া অনুষ্ঠানে কুমার বিশ্বজিদের কন্ঠে একটি ছবির গান "জালে জানুক জগত্ বাসী আমি তোকে ভালোবাসী" এই গানটি অবশ্যই বাজীয়ে আমাদের খুশি করবেন। কিন্তু আমি দুঃখিত, গানটি আমার হাতে নেই। তাই কুমার বিশ্বজিদের আরেকটি গান শোনাচ্ছি। গানের নাম Tomay Bhalobashi Bole (তোমায় ভালোবাসি বলে)।
আচ্ছা, প্রিয় শ্রোতাবন্ধুরা, আজকের চাওয়া পাওয়া এখানে শেষ হল। আমি আশা করি, আরো বেশী শ্রোতাবন্ধুরা আমাকে চিঠি লিখে আপনাদের পছন্দের গান আমাকে জানাবেন। আজকের অনুষ্ঠান শোনার জন্যে অনেক ধন্যবাদ। সবাই ভালো থাকুন, সুন্দর থাকুন।
|