v চীন আন্তর্জাতিক বেতারv বাংলা বিভাগv চীনের বিশ্ব কোষ
China Radio International
পর্যটনসংস্কৃতিবিজ্ঞানখেলাধুলাকৃষিসমাজঅর্থ-বাণিজ্যশিক্ষার আলো
চীনা সংবাদ
বিশ্ব সংবাদ
চীনের কণ্ঠ
সংবাদ ব্যক্তিত্ব
সংবাদের প্রেক্ষাপট
নানা দেশ
কুইজ
আবহাওয়া

মহা মিলন ২০০৮ পেইচিং অলিম্পিক গেমস

ভয়াবহ ভূমিকম্প দক্ষিণ-পশ্চিম চীনে আঘাত হেনেছে

লাসায় ১৪ মার্চ যা ঘটেছিল

ইয়ুন নান প্রদেশ

দক্ষিণ এশিয়া

তৃতীয় নয়ন
আরো>>
(GMT+08:00) 2007-03-06 21:21:41    
চীনের জাতীয় যাদুঘর সম্প্রসারণের জন্য তিন বছর বন্ধ থাকবে

cri
    পেইচিংয়ের কেন্দ্রস্থলের থিয়েন আন মেন মহাচত্বরের পূব দিকে অবস্থিত চীনের জাতীয় যাদুঘর এ মাসের শেষ দিকে পুনর্নিমান ও সম্প্রসারণের জন্য বন্ধ হবে । পুনর্নিমানের পর আবার খোলার সময়সূচি এখনও স্থির হয় নি । সম্প্রতি জাতীয় যাদুঘরে দর্শকের সংখ্যা দ্রুত বেড়েছে ।

    জানুয়ারী মাসের শুরুতে চীনের জাতীয় যাদুঘর পত্রিকা ও নোটিশে ঘোষনা করেছে যে জাতীয় যাদুঘরের প্রদর্শনীগুলো ২১ জানুয়ারী শেষ হবে । এ মাসের শেষ দিকে জাতীয় যাদুঘর আনুষ্ঠানিকভাবে বন্ধ হবে এবং পুনর্নিমান ও সম্প্রসারনের প্রস্তুতি শুরু হবে । সি আর আইয়ের সংবাদদাতা এ খবর পেয়ে জাতীয় যাদুঘরে গেলেন । তিনি লক্ষ্য করেছেন ভোরবেলায় প্রচন্ডশীত উপেক্ষা করে জাতীয় যাদুঘরে দর্শকের সংখ্যা বেশি । ম্যাডাম ইউও ও তার স্বামী ' চীনের চারুকলা শিল্পীদের শিল্পকর্ম প্রদর্শনী' দেখতে যাদুঘরে গিয়েছেন । তিনি বলেছেন , আমি পত্রিকায় এ খবর পেয়ে এসেছি । জাতীয় যাদুঘর দীর্ঘ তিন বছর বন্ধ থাকবে । এ যাদুঘরে সব খ্যাতনামা শিল্পীদের চিত্রকর্ম ও অন্যান্য শিল্পকর্ম দেখানো হয় । আমরা প্রায়ই এখানে আসি । আজ প্রদর্শনী দেখা ছাড়া আমার আর এক উদ্দেশ্য হল যাদুঘরকে বিদায় জানানো । আগামীকাল অথবা আগামী পরশু আমি আমার নাতি নিয়ে আসবো ।

    ২০০৩ সালে চীনের ইতিহাস যাদুঘর ও চীনের বিপ্লবী যাদুঘর নিয়ে চীনের জাতীয় যাদুঘর গঠিত হয় । চীনের ইতিহাস যাদুঘরের ইতিহাস ৯০ বছরের বেশি । এই যাদুঘরে প্রদর্শিত চীনের ইতিহাস সংক্রান্ত প্রদর্শনীতে ধারাবাহিক ও জীবন্তভাবে চীনা জাতির ইতিহাস ও সংস্কৃতি বর্ণনা করা হয়েছে । গত পঞ্চাশাধিক বছরে লক্ষ কোটি দর্শক এই যাদুঘর পরিদর্শন করেছেন । চীনের জাতীয় যাদুঘরে মোট ৬ লাখ তৈজসপত্র আছে । এ যাদুঘরে অনেক প্রদর্শনী আয়োজিত হয়েছে ।

    জাতীয় যাদুঘরের সম্প্রসারণ ও পুনর্নিমান প্রকল্প আগামী এপ্রিল মাস থেকে শুরু হবে । সম্প্রসারণের পর নতুন জাতীয় যাদুঘরের আয়তন হবে ১.৯২ লাখ বর্গমিটার । সেই সময় এ যাদুঘর পৃথিবীর বৃহত্তম যাদুঘর হবে । জাতীয় যাদুঘরের প্রধান লুই চান হো বলেছেন , জাতীয় যাদুঘরের সম্প্রসারণ প্রকল্প ২০১০ সালে সম্পন্ন হবে । নতুন যাদুঘরে প্রাচীন আসবাবপত্র , বিশেষ করে প্রাচীন চীনের মিং রাজবংশ ও ছিং রাজবংশের আসবাবপত্র দেখানো হবে । চতুর্দশ শতাব্দী থেকে উপবিংশ শতাব্দী পর্যন্ত মিং ও ছিং রাজবংশের আসবাবপত্রগুলোতে চীনের সুস্পষ্ট বৈশিষ্ট্য আছে । এতে প্রাচীন চীনের মিস্ত্রীদের আসবাবপত্র ডিজাইন , ভাস্কর্য ও তৈরীর নৈপুন্য প্রতিফলিত হয়েছে ।

    জাতীয় যাদুঘর থিয়েন আন মেন মহাচত্বরের পাশে অবস্থিত বলে অনেক পর্যটক থিয়েন আন মেন চত্বর ঘুরে ঘুরে দেখার পর এ যাদুঘর আসেন । রাজধানী পেইচিংয়ে দেশের বিভিন্ন জায়গার পর্যটক বেশী । তারা বলেছেন , তারা যাদুঘর বন্ধের খবর পান নি । বন্ধের আগে যাদুঘর আবার পরিদর্শনের সুযোগ পেয়ে তারা নিজেকে ধন্য মনে করেন ।

    ম্যাডাম চৌ ইয়া হচ্ছে জাতীয় যাদুঘরের একজন সেচ্ছাসেবক গাইড। যাদুঘর অস্থায়ীভাবে বন্ধ হবে বলে তিনি এ কয়েক দিন দর্শকদের প্রদর্শনী ব্যাখ্যা করার পর বলেন , সময় পেলে আপনারা আপনাদের বন্ধুদের যাদুঘরে নিয়ে আসেন । বিদায়ের জন্য একবার আসুন । চৌ ইয়া বলেছেন , একটি দেশের জাতীয় যাদুঘর সে দেশের জানালা । জাতীয় যাদুঘর না এক দুঃখের বিষয় । বন্ধ থাকাকালে আমরা যাদুঘরের সব প্রদর্শনী টি ভি অনুষ্ঠান ও ইন্টারনেটে প্রদর্শনের চেষ্টা করবো এবং প্রদর্শনীকক্ষ ভাড়া করে প্রদর্শনী আয়োজন ও প্রদর্শনী বিভিন্ন শহরে ঘুরে ঘুরে দেখানোর ব্যবস্থা নেবো । সম্প্রসারণ প্রকল্প সম্পন্ন হওয়ার পর চীনের জাতীয় যাদুঘর পুরাকীর্তি সংগ্রহ , প্রত্নবিদ্যা গবেষণা ও প্রদর্শনী আয়োজন ক্ষেত্রে বিশ্বের উন্নত মানে পৌছার প্রচেষ্টা চালাবে ।