 ৬ মার্চ পেইচিংএ আয়োজিত এক সংবাদ সম্মেলনে চীনের পররাষ্ট্র মন্ত্রী লি চাও শিয়েন সাংবাদিকদের প্রশ্নের উত্তরে বলেছেন, তিনি বিশ্বাস করেন, চীন আর ভারতের মধ্যকার সীমান্ত সমস্যা নিষ্পত্তি করতে চীন আর ভারতের যথেষ্ট বুদ্ধি ও সার্মথ্য আছে। তিনি বলেছেন, ' চীন-ভারত যৌথঘোষণার' আলোকে চীন-ভারত কৌশলগত অংশীদারী সম্পর্ক সার্বিকভাবে বিকশিত হচ্ছে। এই সম্পর্ক সীমান্ত সমস্যার সমাধানের জন্য সুষ্ঠু শর্ত সৃষ্টি করেছে। তিনি বিশ্বাস করেন, চীন আর ভারত সার্বিক সৌহার্দ্যপূর্ণ পরিস্থিতি বিবেচনা করে শান্তি ও মৈত্রী, সমতা ও পরামর্শ , পরষ্পরের প্রতি সম্মান প্রদর্শন করার ভিত্তিতে ন্যায়সঙ্গত ও যুক্তিযুক্ত এবং দু'পক্ষের কাছে গ্রহণযোগ্য নিষ্পত্তির উপায় বের করতে পারে।

লি চাও শিয়েন বলেছেন, দু'দেশের প্রধান মন্ত্রীর নিযুক্ত বিশেষ দূতের মধ্যে নয় বার বৈঠক হয়েছে। দু'পক্ষের মধ্যে সিমান্ত সমস্যা সমাধানের রাজনৈতিক পরিচালনার মৌলিক নীতি পৌছানো হয়েছে এবং নিষ্পত্তি কাঠামো নিয়ে হিতকর আলোচনা হয়েছে। চীন-ভারত সীমান্ত এলাকায় শান্তি ও স্থিতিশীলতা অব্যাহত থাকবে।
|