v চীন আন্তর্জাতিক বেতারv বাংলা বিভাগv চীনের বিশ্ব কোষ
China Radio International
পর্যটনসংস্কৃতিবিজ্ঞানখেলাধুলাকৃষিসমাজঅর্থ-বাণিজ্যশিক্ষার আলো
চীনা সংবাদ
বিশ্ব সংবাদ
চীনের কণ্ঠ
সংবাদ ব্যক্তিত্ব
সংবাদের প্রেক্ষাপট
নানা দেশ
কুইজ
আবহাওয়া

মহা মিলন ২০০৮ পেইচিং অলিম্পিক গেমস

ভয়াবহ ভূমিকম্প দক্ষিণ-পশ্চিম চীনে আঘাত হেনেছে

লাসায় ১৪ মার্চ যা ঘটেছিল

ইয়ুন নান প্রদেশ

দক্ষিণ এশিয়া

তৃতীয় নয়ন
আরো>>
(GMT+08:00) 2007-03-06 19:15:54    
চীনের অন্যতম কম লোকসংখ্যার জাতি-মাও নান জাত

cri
    মাও নান জাতি চীনের অন্যতম কম লোকসংখ্যা জাতি । তারা প্রধানতঃ দক্ষিণ চীনের কুয়াংশি চুয়াং জাতি স্বায়ত্তশাসিত অঞ্চলে থাকে । এখানকার লোকসংখ্যা মাত্র ৮০ হাজার । এই জাতির বেশির ভাগ লোকই পার্বত্য এলাকায় থাকতো । তারা বাইরের কাছ থেকে বিচ্ছিন্ন এবং অত্যন্ত অনুন্নত অবস্থায় জীবনযাপন করতো । কয়েক বছর হলো পার্বত্য এলাকা থেকে সমতল ভূমিতে স্থানান্তর করার জন্য মাও নান জাতির পুনর্বাসনের একটি কর্মসূচী চালু হয়েছে । ফলে বাইরের সঙ্গে তাদের যোগাযোগ শুরু হয় । তাহলে মাও নান জাতির কি ধরনের পরিবর্তন হয়েছে , আজ এই অনুষ্ঠানে সে সম্বন্ধে আপনাদের কিছু বলছি আমি…

    আমাদের একজন সংবাদদাতা কুয়াংশি অঞ্চলের রাজধানী নান নি থেকে ৪ ঘন্টা বাসে করে হুয়ান চিয়াং মাও নান জাতি স্বায়ত্তশাসিত জেলায় পৌঁছলেন । হুয়ান চিয়াং শব্দটার অর্থ নদীর জলস্রোত জেলা শহরের মধ্য দিয়ে বইতে থাকে । জেলা শহরের চার দিক পর্বতমালায় আবৃত । সংবাদদাতা জেলা শহর থেকে দশ বারো কিলোমিটার দূরে অবস্থিত ছেং শাওং গ্রামে পৌঁছলেন । সড়কের পাশে দু'তলা একটি বাড়ি দাঁড়িয়ে আছে । এই বাড়ির গৃহকর্তার নাম লু চিয়াং পেই । তার বয়স ৫০ বছরের বেশি । তিনি বলেন , দশ বারো বছর আগে তিনি ও তার পরিবার পরিজন পাহাড়ের উপরে থাকতেন । তারা দারুণ কষ্টে দিন কাটাতেন ।

    পার্বত্য এলাকায় কোন সড়ক ছিল না । বাইরে যাওয়ার জন্য পর্বতারোহণ করতে হতো । বাজার করতে হলে ৫ ঘন্টা হেঁটে যেতে হতো । বাড়িতে ফিরে আসার পর অনেক রাত হয়ে যায় । তখন পথে যাওয়ার জন্য মশাল বা টর্চের ওপর নির্ভর করতে হতো । পাহাড়ী পথ উঁচুনীচু ও সংকীর্ণ । পথে পাথর ও গাছ বেশি , সোজা নয় । বৃষ্টি পড়লে পথ অনেক পিচ্ছল হয়ে যায় । বয়স্কদের এই পথে হেঁটে চলা খুব কষ্টসাধ্য ।

    মাও নান জাতির জীবনযাপন ও পরিবেশ উন্নত করার জন্য গত শতাব্দির আশির দশকের শেষভাগ থেকে সরকার পার্বত্য এলাকা থেকে তাদের পুনর্বাসনের একটি কর্মসূচী চালু করেছে । পাহাড়ের নীচের সমতল ভূমিতে তাদের জন্য বাড়িঘর গড়ে তোলা হয়েছে । তা ছাড়া সরকার সড়ক নির্মাণ করেছে এবং বিদ্যুত্ ও পানি সরবরাহের ব্যবস্থারও সংস্কার করেছে । এখনকার জীবনযাপন ও পরিবেশের ব্যাপারে বৃদ্ধ লু খুব সন্তোষ প্রকাশ করেছেন ।

    আগের চেয়ে এখনকার জীবনযাপন ও পরিবেশ অনেক ভাল হয়েছে । সড়ক ও বিদ্যুত্ সরবরাহ ব্যবস্থা চালু হয়েছে । গ্রামবাসীদের বাড়িতে রঙ্গিণ টেলিভিশন , টেলিফোন ও মোটর সাইকেল আছে । এখন গ্রাম থেকে জেলা শহরে যাওয়ার জন্য মাত্র ৩০ মিনিট লাগে ।

    পার্বত্য এলাকা থেকে সমতল ভূমিতে স্থানান্তরিত হওয়ার পর মাও নান জাতির ধারনার পরিবর্তনও হয়েছে । তারা বহিঃর্বিশ্ব সম্পর্কে ধীরে ধীরে জানতে পেরেছেন । তাদের মধ্যে অনেকে চাকরি করার জন্য দক্ষিণ-পূর্ব চীনের উন্নত অঞ্চলগুলোতে গিয়েছেন । বৃদ্ধ লু'র ছেলে লু খাং তাদের মধ্যে একজন । ১৯৯০ সালে ২০ বছরের কম বয়সী লু খাং বহিঃজগত্ সম্পর্কে বেশি জানার জন্য দক্ষিণ চীনের অর্থনৈতিক বিশেষ অঞ্চল-সেন চেনে যান । তিনি ওখানে কারখানা ও হোটেলে চাকরি করেছিলেন । পরে তিনি গাড়ি চালকের কাজও শিখেছেন । কয়েক বছর পর তিনি গ্রামে ফিরে মাল পরিবহনের ব্যবসা করতে লাগলেন । তিনি বলেন ,

    তার ছোট ভাই ও ছোট বোনের স্বামীও সেনচেনে গাড়ির চালক ও গাড়ি মেরামতের চাকরি করতেন । গ্রামে গাড়ির চালক ও মেরামতের ব্যবসা করার জন্য তারাও ফিরে এসেছেন ।

    হুয়ান চিয়াং জেলায় লু খাংয়ের মতো মাও নান জাতির অনেক লোক চাকরির জন্য বাইরে গিয়েছিলেন এবং নিজের ব্যবসা করার জন্য জন্মস্থানে ফিরে এসেছেন । বাইরে চাকরির মাধ্যমে তাদের প্রয়োজনীয় পুঁজি সঞ্চয় হয়েছে । চাকরি অনুশীলনের মাধ্যমে তারা প্রযুক্তি শিখে নিয়েছেন এবং তাদের ধারনার পরিবর্তনও হয়েছে । বর্তমানে হুয়ান চিয়াং জেলায় ৬০ শতাংশেরও বেশি শিল্প প্রতিষ্ঠান গ্রামে ফিরে আসা গ্রামবাসীদের পুঁজি বিনিয়োগে গড়ে তোলা হয়েছে ।

    সংবাদদাতা আনন্দের সঙ্গে বৃদ্ধ লু ও তার ছেলে লু খাংয়ের সঙ্গে আলাপ আলোচনা করেছেন । তিনি তাদের কাছ থেকে মাও নান জাতির প্রবীণ ও নবীণদের ভবিষ্যতমুখী উচ্চাকাঙ্ক্ষার কথা জানতে পেরেছেন । যখন সংবাদদাতা তাদের সঙ্গে গল্প করছিলেন , তখন একজন অল্পবয়সী লোক সংবাদদাতার সামনে হাজির হল । বৃদ্ধ লু গৌরবের সঙ্গে বলেন , এই অল্প বয়সী লোক তার ভাগনে । সে তাদের বংশের প্রথম বিশ্ববিদ্যালয়ের ছাত্র । সে শাংহাইয়ে লেখাপড়া করেছিল । এখন হুয়ান চিয়াং জেলার সরকারী প্রতিষ্ঠানে চাকরি করছে । একজন সরকারী কর্মী হিসেবে লু জে আবেগের সঙ্গে তার বিশ্ববিদ্যালয়ে ভর্তির অভিজ্ঞতা প্রসঙ্গে বলেছেন ,

    বিশ্ববিদ্যালয়ে ভর্তি বিষয়ক পত্র পাওয়ার পর তার বাবা মা খুব আনন্দিত হন । অভিনন্দন জানানোর জন্য বাবা মা আত্মীয় স্বজনকে দাওয়াত করলেন । তখনকার ধারনা অনুযায়ী , বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়ার অর্থ গ্রামাঞ্চলের কাছ থেকে বিদায় নেয়া ।

কিন্তু লু জে শাংহাইয়ে লেখাপড়া করেছিলেন এবং চাকরি করার জন্য হুয়ান চিয়াং জেলায় ফিরে এসেছেন ।

    এই ফলাফল কেউই ভাবেন নি । এই প্রসঙ্গে সে বলেছে , তার জন্মস্থান অত্যন্ত দরিদ্র । সে গ্রামে বড় হয়েছে , মহানগরী শাংহাইয়ে লেখাপড়া করেছে । বিশ্ববিদ্যালয় থেকে পাস করার পর তাকে হুয়ান চিয়াংয়ে ফিরে জন্মস্থানের জন্য পরিসেবা করতে হবে । জন্মস্থান আরো দ্রুত বিকাশ লাভ করার জন্য তাকে যথাসাধ্য প্রচেষ্টা চালাতে হবে ।

    প্রাচীনকাল থেকেই মাও নান জাতি শিক্ষার ওপর গুরুত্ব দিয়ে আসছে ।২০০১ সাল থেকে হুয়ান চিয়াং জেলায় প্রতি বছর মাও নান জাতির চার পাঁচ শো ছাত্রছাত্রী উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তি হয় । তাদের মধ্যে অনেকে ছিংহুয়া , পেইচিংসহ বিভিন্ন প্রসিদ্ধ বিশ্ববিদ্যালয়ে পড়ছে । বহু ছাত্রছাত্রী বিশ্ববিদ্যালয় থেকে পাস করার পর জন্মস্থানের অর্থনৈতিক গঠনকাজে অবদান রাখার জন্য হুয়ান চিয়াং জেলায় ফিরে এসেছে । লু জে বলেছে , সে জন্মস্থানে ফিরে এসেছে , দশ বছর হলো । এই দশ বছরের মধ্যে জন্মস্থানের ব্যাপক পরিবর্তন হয়েছে । আগে থানায় মাত্র একটি টেলিফোন ছিল । এখন সকল গ্রামবাসী মোবাইল ফোন ব্যবহার করছেন ।