v চীন আন্তর্জাতিক বেতারv বাংলা বিভাগv চীনের বিশ্ব কোষ
China Radio International
পর্যটনসংস্কৃতিবিজ্ঞানখেলাধুলাকৃষিসমাজঅর্থ-বাণিজ্যশিক্ষার আলো
চীনা সংবাদ
বিশ্ব সংবাদ
চীনের কণ্ঠ
সংবাদ ব্যক্তিত্ব
সংবাদের প্রেক্ষাপট
নানা দেশ
কুইজ
আবহাওয়া

মহা মিলন ২০০৮ পেইচিং অলিম্পিক গেমস

ভয়াবহ ভূমিকম্প দক্ষিণ-পশ্চিম চীনে আঘাত হেনেছে

লাসায় ১৪ মার্চ যা ঘটেছিল

ইয়ুন নান প্রদেশ

দক্ষিণ এশিয়া

তৃতীয় নয়ন
আরো>>
(GMT+08:00) 2007-03-06 18:38:38    
০৩/০৩ সুরের ভূবন—নতুন ও পুরো গান

cri

    ২০০৬ সালের জুলাই মাসে, শিল্পী তাই রাও-এর জনপ্রিয় সংগীত এলবাম 'ফুল ফুটছে' প্রকাশিত হয়। এই এলবামে তিনি অনেক ধরনের সুরের বৈচিত্রময়তা ও কন্ঠ সুষমা দিয়ে সংগীতকে জনপ্রিয় করার চেষ্টা করেছেন। বলতে গেলে তিনি সফলও হয়েছেন। ব্রিটিষ-POP সঙ্গীত থেকে R&B পর্যন্ত, এমনকি ছায়াছবির সঙ্গীত ইত্যাদি ক্ষেত্রেও তার প্রাধান্য দেখা যায়। ভিন্ন স্টাইলের সঙ্গীতের ওপর তার মেধাবী ও পরিণত সামর্থ্য লক্ষণীয়। তার কন্ঠও খুব মিষ্টি। তাহলে শোনা যাক এলবামের শিরোনামের সেই গান 'ফুল ফুটছে'।

    (সংগীত-১)

     'ফুল ফুটছে' এই গানটিতে কবিত্বময় ও চলমান ছবির মতই আবেগঘন কথায় গরমকালের একটি নান্দনিকদৃষ্টি ও সুন্দর প্রেমের বর্ণনা করা হয়েছেঃ আমি একটি বন্য ফুল। আমি জানি আমি দৃষ্টি নন্দন। তাইতো এটি হৃদয়ে তোমার স্বপ্নের ফুল ফুল হয়ে ফুটেছি। আমি ঝরে পড়ার আগেই আমাকে নিয়ে নাও। আমি তোমাকে সুখ দেবো। তোমাকে ছাড়া যে গরমকাল আমি আরো বেশী অনুভব করবো। তুমিইতো বলেছো ভালোবাসাতো খুব দূরের নয়।

     ছেন খুন চীনের চলচ্চিত্র ক্ষেত্রের প্রথম পর্যায়ের নায়ক ও ছিলেন। বিভিন্ন ছায়াছবিতে তিনি সাফল্যের সঙ্গে অনেক ধরনের চরিত্রে অভিনয় করেছেন। যেমনঃ ছোট শিক্ষার্থী, ধনীর দুলাল প্রেমিক এমনকি আধুনিক তরুণ। প্রত্যেকটি চরিত্রই তিনি ফুটিয়ে তুলেছেন নিখুঁতভাবে এবং তিনি তার অভিনয়ের জন্য শিল্প বোদ্ধাসহ সাধারণ মানুষের ইতিবাচক মূল্যায়ন পেয়েছেন। কিন্তু অনেক দর্শকই জানে না যে, অভিনেতা হবার আগে, ছেন খুন চীনের পূর্ব নৃত্যগীত দলের একজন একক গায়ক ছিলেন। শুধু ২০০৪ সালের শেষ দিকে তিনি তার নতুন এলবাম প্রকাশ করার পর, মানুষ তার কন্ঠ শিল্পীর পরিচয় জানতে পেরেছে।

    (সংগীত-২)

    এখন আপনারা যে গান শুনছেন, তার নাম 'আতশবাজি'। গানের কথা হলঃ তুমি বলেছো, তুমি সর্বোচ্চ স্থানে দাঁড়িয়ে অবলীলায় ধূমপানের ধূয়োর কুণ্ডলী আকাশে উড়িয়ে দেয়া পছন্দ করো। কিছু কিছু আতশবাজি যেন তার শতরঙে শূন্যে আলকিত হয়। সেটা হচ্ছে আমার দেখা সবচেয়ে সবচে' সুন্দর দৃশ্য। জানি দশ বছর পর, আবার আমাদের দেখা হওয়ার সময়, যদি তুমি তোমার রঙরূপ পরিবর্তন করো। যদি তুমি তখনও আতশবাজির মতই তোমার মনোহর স্ফুরণ ঘটাও হাতলে সেই দৃশ্যাবলীও জানি সবাই পছন্দ করবে?

    নতুন এলবামে ছেন খুন রেকর্ড বাজারের অভ্যাসের বৈপরিত্যে কিছু গান গেয়েছেন। বর্তমানে চীনা ভাষার সংগীত ক্ষেত্রে অনেক গায়ক-গায়িকা তাদের ধ্রুপদী কন্ঠে অনুরাগীদের গভীর আগ্রহ বাড়িয়ে দিয়েছে। ছেন খুন মৃদু মন্দ ও কোমল স্বরে প্রশান্তময় জীবন ধারাকে প্রকাশ করেছেন। তার গানের মাধ্যমে গান পাগল শ্রোতারা-ভক্তরা সুখের অনুভূতিতে আচ্ছন্ন হয়ে যায়। আসুন না, এখন শোনা যাক ছেন খুনের অন্য আর একটি উষ্ণ প্রেমের গান 'কৃষ্ণ পক্ষের চাঁদ'।

     গানের কথা হলঃ সেই রাত সত্যিই রোমান্টিক। আমি তোমাকে নিয়ে কৃষ্ণ পক্ষের চাঁদ দেখেছি। যদিও আমার কথা বলতে কিছুটা লজ্জার রেশ আমাকে চেপে ধরে তবুও তো যেন তোমারই সুখ অনুভব করি। আমি সে অনুভুতিকে পছন্দ করি ঠিক আমার অস্তিত্বের অংশ হিসেবে ভিরু ভিরূ পায়ে নিরিবিলি একা এখা তোমার কাছে এসেছি। তুমিও যেন আমার মাঝে ধরা দিয়েছো নিঃসংকোচে। অনুভব করছি, প্রেম যেন ধীরে ধীরে ডাড়িয়ে যায় সারা অন্তর। কৃষ্ণ পক্ষের চাঁদ খুবই রোমান্টিক। চাঁদের আলোয় চাঁদের মাঝেই তোমাকে দেখতে বেশ সুন্দর। আমি কৃষ্ণ পক্ষের চাঁদ ভালোবাসি। প্রেম আছে, তুমি আছো, আর আছে আকাশ। আমরা দু'জনায় থেকে যাবো অনস্ত বর্ষ বর্ষ ধরে।

    ২০০৬ সালের প্রথম দিকে, শিল্পী আ তুও-তার নতুন গান 'হাজার চেহারা' প্রকাশ করেছেন। গানটিতে আধুনিক মহিলাদের প্রেমের কথা বর্ণনা করা হয়েছে। গানের সাথে অভিনয়ের মধ্য দিয়েও আ তুও কাঠ, কুঁদে টুপি ও সোনালী নখ ব্যবহার করে বিশেষ ও আবেদনময় পোশাকআশাকে সৃষ্টি করেছেন এক অনবদ্য আবহ। তার উত্সাহব্যঞ্জক নাচও অনুরাগীদের দৃষ্টি আকৃষ্ট হয়েছে। হ্যাঁ বন্ধুরা, আমরা অনুষ্ঠানের প্রায় শেষ প্রান্তে এসে গেছি। এখন আমরা এক সঙ্গে এই গানটি শুনবো।

    (সংগীত-৪)

    গানের কথা হলঃ আমরা এক সঙ্গে খেলা করি। বিনিময় নয়, শুধু ভালাবাসা চাই। সুন্দর মুখ হচ্ছে আমার জীবন। আমার অভাবনীয় ইন্দ্রজালের মোহ আছে। তুমি মোহ বিষ্ঠ হবে, আমিও হবো।