৫ মার্চ বিকালে জাতি সংঘে ব্রিটেনের স্থায়ী প্রতিনিধির মধ্যে যুক্তরাষ্ট্র. রাশিয়া, চীন , ব্রিটেন , ফ্রান্স এবং জার্মানির মধ্যে রাষ্ট্রদূত পর্যায়ের রুদ্ধদ্বার আলাপ পরামর্শ শুরু হয়েছে। এ রুদ্ধদ্বার আলাপ পরার্মশে ইরানের পরমাণু সমস্যা সংক্রান্ত জাতি সংঘ নিরাপত্তা পরিষদের নতুন খসড়া প্রস্তাবের বিষয়বস্তু নিয়ে আলোচনা হবে।
এর আগে জাতি সংঘে জার্মানির স্থায়ী প্রতিনিধি টোমাস মাটুসেক সাংবাদিকদের বলেছেন, এবারের আলাপ পরার্মশে সংশ্লিষ্ট প্রস্তাবের প্রধান বিষয় নিয়ে আলোচনা হবে। চলতি সপ্তাহের শেষ দিকে খসড়া প্রস্তাব বের হবে।
জাতি সংঘে রাশিয়ার স্থায়ী প্রতিনিধি ভিটালি ছুরকিন বলেছেন, রাশিয়া আশা করে, আলোচনার মাধ্যমে ইরানের পরমাণু সমস্যার সমাধান করতে হবে। কিন্তু দু:খের ব্যাপার এই যে, ইরান এর আগে জাতি সংঘ নিরাপত্তা পরিষদের সংশ্লিষ্ট প্রস্তাব মেনে চলেনি।
|