উপ সাগরীয় সহযোগিতা পরিষদের এবং ইইউর পররাষ্ট্র মন্ত্রীরা বলেছেন, তারা শান্তিপূর্ণ পদ্ধতিতে ইরানের পরমাণু সমস্যার সমাধানের পক্ষপাতী। এর পাশাপাশি তারা ইরানকে বিশ্ব সম্প্রদায়ের সঙ্গে সংলাপ চালানোর তাগিদ দিয়েছেন। উপ সাগরীয় সহযোগিতা পরিষদের পররাষ্ট্র মন্ত্রীদের অধিবেশন সমাপ্ত হওয়ার সময় প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ইরানের পরমাণু সমস্যা শান্তিপূর্ণ পদ্ধতিতে নিষ্পত্তি করতে হবে, বিজ্ঞপ্তিতে এর সঙ্গে সঙ্গে ইরানকে বিশ্ব সম্প্রদায়ের সঙ্গে সংলাপ চালানোর তাগিদ দেওয়া হয়েছে।
ব্রাসেলসে আয়োজিত ইইউর পররাষ্ট্র মন্ত্রীদের অধিবেশনে প্রকাশিত এক বিবৃতিতে বলা হয়েছে, ইইউ অব্যবহতভাবে আলোচনার মাধ্যমে ইরানের পরমাণু সমস্যার সমাধানে সমর্থন করবে। তারা আরেক বার ইরানের উদ্দেশ্যে জাতি সংঘ নিরাপত্তা পরিষদের সংশ্লিষ্ট সিদ্ধান্ত অনুযায়ী ইউরেনিয়াম সমৃদ্ধকরণ বন্ধ করে আলোচনার জন্য বাধা দূর করার আহ্বান জানিয়েছেন। একই দিন আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থার মহা পরিচালক বারাদেই জেনিভায় আরেক বার ইরানকে এই সংস্থার সঙ্গে সার্বিক সহযোগিতা চালানোর তাগিদ দিয়েছেন।
|