ইন্দোনেসিয়ার প্রেসিডেন্ট সুসিলো ৫ মার্চ জাকার্তায় বলেছেন, চীনের অর্থনীতি'র উন্নয়ন এশীয় প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের উন্নয়নের একটি প্রধান উত্স। ইন্দোনেসিয়া সুযোগ ধরে চীনের সঙ্গে সঙ্গে উন্নত হতে চায়।
সুসিলো বলেছেন, ইন্দোনেসিয় সরকার চীন সরকারের সঙ্গে কৌশলগত অংশীদারী সম্পর্ক সংক্রান্ত ঘোষণায় স্বাক্ষর করেছে। দু'পক্ষ পুঁজি বিনিয়োগ, বাণিজ্য, পর্যটন ও সংস্কৃতি ইত্যাদি ক্ষেত্রে সহযোগিতা চালাচ্ছে। সুসিলো বলেছেন, দু'পক্ষের পরিকল্পনা অনুযায়ী, ২০১০ সালে দু'দেশের বাণিজ্যের পরিমান ৩০ বিলিয়ন মার্কিন ডলার হবে এবং তিনি বিশ্বাস করেন এই লক্ষ্য অবশ্যই বাস্তবায়িত হবে।
|