৩ মার্চ মার্কিন ডলার প্রতি রেনমিনপি বিনিময় হার আগের চেয়ে আরো উচ্চ হয়েছে। এক মার্কিন ডলার প্রতি ৭.৭৪০৩ রেনমিনপিতে পৌঁছেছে।
তার মানে রেনমিনপির মূল্য বৃদ্ধির হার ৪.৭৮ শতাংশের কাছাকাছি।
চীন ২০০৫ সালের ২১ জুলাই থেকে বাজারের চাহিদার ভিত্তিতে প্যাকেজ মুদ্রা চিন্তা করে সমন্বয় করেছে।
চীন বিদেশী মুদ্রা বাজারের উন্নয়ন ত্বরান্বিতের জন্যে ধারাবাহিক ব্যবস্থা অবলম্বন করেছে, বাজারের বিনিময় ব্যবস্থা পূর্ণাঙ্গ করেছে, বিদেশী পুঁজির বিনিময়ের ধরন বাড়িয়েছে এবং আন্তর্জাতিক বিদেশী পুঁজি বাজারের সঙ্গে সামঞ্জস্য রাখার গতি দ্রুততর করেছে। বর্তমানে রেনমিনপি বিনিময় হার গড়ে তোলায় বাজারের চাহিদার ভূমিকা প্রাথমিকভাবে পালন করা হচ্ছে। শিল্পখাতগুলো ধাপে ধাপে রেনমিনপি বিনিময় হারের সুশৃংখল পরিবর্তণের সঙ্গে সঙ্গতি রাখছে।
|