তাইওয়ানের তথ্যমাধ্যম থেকে জানা গেছে, তাইওয়ান কর্তৃপক্ষের নেতা ছেন শুইবিয়ান-এর ৪ মার্চ রাতে তাইওয়াপন্থী বক্তব্য প্রকাশের পর চীনের কুওমিন্টাং পার্টি, ছিনমিন পার্টি এবং তাইওয়ান-এর প্রধান তথ্যমাধ্যম পৃথক পৃথকভাবে তার বক্তব্যের তীব্র নিন্দা করেছে।
চীনের কুওমিন্টাং পার্টির নীতি বিষয়ক সম্মেলনের উপ-কার্যনির্বাহী পরিচালক চাং রোংগোং বলেছেন, ছেন শুইবিয়ানের বক্তব্য দু'তীরের সম্পর্কে চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছে। তিনি তাইওয়ানের অভ্যন্তরীণ রাজনৈতিক ও সামাজিক সংঘাত সৃষ্টি করার প্রচেষ্টা চালাচ্ছেন। ছিনমিন পার্টির নীতি বিষয়ক সম্মেলনের কার্য-নির্বাহী পরিচালক হুয়াং ইচিও বলেছেন, ছেন শুইবিয়ান রাজনৈতিক স্বার্থ আদায় করতে চান।
৫ মার্চ তাইওয়ানের প্রধান প্রধান পত্রিকায় ছেন শুইবিয়ানের বক্তব্যের তীব্র নিন্দা করা হয়েছে। "চায়না টাইমস" পত্রিকার প্রবন্ধেও বলা হয়েছে যে, ছেন শুইবিয়ানের বক্তব্য সম্ভবত: সংকট সৃষ্টি করতে পারে। ফলে নিখিল তাইওয়ান ক্ষতিগ্রস্ত হবে।
|