চীনের প্রধানমন্ত্রী ওন চিয়া পাও চীনের জাতীয় গণ কংগ্রেসের আজকের নিয়মিত বার্ষিক অধিবেশনে তাঁর পেশ করা সরকারের কাজকর্ম সম্পর্কিত রিপোর্টে বলেছেন , কাঠামো উত্কৃষ্ট করা ও ফলপ্রসূতা বাড়ানো এবং কাঁচামাল হ্রাস ও প্রাকৃতিক পরিবেশ সংরক্ষণের ভিত্তিতে এ বছর চীনের জি ডি পির প্রবৃদ্ধির আনুমানিক লক্ষ্য ৮ শতাংশ ধার্য করা হয়েছে । চীন এই প্রথম অর্থনৈতিক প্রবৃদ্ধির আনুমানিক লক্ষ্যের জন্যে পূর্বশর্ত নির্ধারণ করেছে ।
ওন চিয়া পাও তার রিপোর্টে বলেছেন , আরো গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে এই যে , নিষ্ঠার সংগে বিজ্ঞানসম্মত উন্নয়নের নীতি বাস্তবায়িত করতে হবে এবং কাঠামো উত্কৃষ্ট করা , ফলপ্রসূতা বাড়ানো , জ্বালানীর সাশ্রয় ও দুষিত দ্রব্য নির্গমণ হ্রাসের ওপর গুরুত্ব দিতে হবে , যাতে চীনের অর্থনীতির সুষ্ঠু ও দ্রুত বিকাশ হয় ।
ওন চিয়া পাও তার রিপোর্টে এ বছর চীনের উন্নয়নের অন্যান্য আনুমানিক লক্ষ্যও ঘোষণা করেছেন । সেই লক্ষ্যগুলো অনুসারে চীনের শহরেই নতুন করে নুণ্যতম ৯০ লাখ লোকের কর্মসংস্থান করা হবে , শহরের বেকারদের হার ৪.৬ শতাংশের মধ্যে সীমিত থাকবে , আন্তর্জাতিক আয় ও ব্যয়ের মধ্যে ভারসাম্যহীনতার উন্নতি হবে এবং স্থিতিশীল আর্থিক ও মুদ্রা নীতি অনুসরণ করা হবে ।
|