v চীন আন্তর্জাতিক বেতারv বাংলা বিভাগv চীনের বিশ্ব কোষ
China Radio International
পর্যটনসংস্কৃতিবিজ্ঞানখেলাধুলাকৃষিসমাজঅর্থ-বাণিজ্যশিক্ষার আলো
চীনা সংবাদ
বিশ্ব সংবাদ
চীনের কণ্ঠ
সংবাদ ব্যক্তিত্ব
সংবাদের প্রেক্ষাপট
নানা দেশ
কুইজ
আবহাওয়া

মহা মিলন ২০০৮ পেইচিং অলিম্পিক গেমস

ভয়াবহ ভূমিকম্প দক্ষিণ-পশ্চিম চীনে আঘাত হেনেছে

লাসায় ১৪ মার্চ যা ঘটেছিল

ইয়ুন নান প্রদেশ

দক্ষিণ এশিয়া

তৃতীয় নয়ন
আরো>>
(GMT+08:00) 2007-03-05 17:11:59    
বৈদেশিক সংবাদদাতাঃ চলতি বছরের সিপিপিসিসি ও এনপিসি সত্যি আগের চেয়ে ভিন্ন

cri
    চীনের সর্বোচ্চ পরামর্শ সংস্থা চীনের জাতীয় রাজনৈতিক পরামর্শ সম্মেলন উদ্বোধন হওয়ার পর পর চীনের সর্বোচ্চ রাষ্ট্রীয় ক্ষমতাসীন সংস্থা জাতীয় গণ কংগ্রেসের নিয়মিত বার্ষিক অধিবেশন ৫ মার্চ শুরু হয়েছে। আরো স্বাধীনভাবে রিপোর্ট করার পরিবেশ এবং বহুমুখী স্পর্শকাতর বিষয়ের কারণে বৈদেশিক সংবাদদাতারা মনে করেন চলতি বছরের দুটি সম্মেলন সত্যি আগের চেয়ে ভিন্ন।

    ৫ মার্চ চীনের জাতীয় গণ কংগ্রেসের বার্ষিক অধিবেশন শুরু হয়েছে। এটি হলো ক্ষমতাসীন সরকারের কার্যমেয়াদের মধ্যে সর্বশেষ অধিবেশন। সংবাদদাতা ওয়াপ ফেং হুই খুব সকালে গণ মহাভবনে এসে সাক্ষাত্কার নেয়ার প্রস্তুতি নিয়েছেন। সিংগাপুর ইউনাইটেড মর্নিং পোস্ট সিপিপিসিসি ও এনপিসি'র জন্য বিশেষ কলাম খুলেছে। ওয়াপ ফেং হুই'র মতে প্রধানমন্ত্রী ওয়েন চিয়া পাও'র দেয়া সরকারি কর্ম রিপোর্টে কিছু আকর্ষণীয় বিষয় রয়েছে।

    "তার দেয়া সরকারি কর্ম রিপোর্টে আমি শুনেছি পরিবেশ সুরক্ষার বিষয়। তাতে দেখা যায় চীন সরকার এই বিষয়ের উপর বেশ গুরুত্ব দিচ্ছে। বিশেষ করে দূষিত পদার্থ প্রেরণের ব্যাপার। প্রধানমন্ত্রী খোলাখুলি ও আন্তরিকভাবে স্বীকার করেছেন গত বছরে শক্তি-সাশ্রয় ও পরিবেশ সুরক্ষার লক্ষ্য বাস্তবায়িত হয়নি। কিন্তু সঙ্গে সঙ্গে তিনি বলেছেন, চলতি বছরে তা বাস্তবায়িত হতে হবে। আমি মনে করি এতে তার মনবল প্রকাশ পেরেছে।"

    ওয়াপ ফেং হুই চলতি বছরের সিপিপিসিসি ও এনপিসি প্রচার কাজে অংশগ্রহণকারী বৈদেশিক সংবাদদাতাদের মধ্যে একজন। সর্বশেষ পরিসংখ্যান অনুযায়ী, দুটি সম্মেলনের প্রচার কাজে অংশগ্রহণকারী বৈদেশিক সংবাদাতাদের সংখ্যা মোট ৭০০ জন। তা সাম্প্রতিক বছরগুলোতে সর্বোচ্চ রেকর্ড।

    ২০০৭ সালের পয়লা জানুয়ারি থেকে "পেইচিং অলিম্পিক গেমস আয়োজনকালে বিদেশী সংবাদদাতাদের সাক্ষাত্কার নেয়ার নিয়ম" আনুষ্ঠানিকভাবে কার্যকর হয়েছে। এই নিয়ম অনুযায়ী, বৈদেশিক সংবাদদাতারা এখন শুধু সাক্ষাত্কার সংক্রান্ত বিভাগ ও ব্যক্তিদের অনুমোদন পেয়ে সাক্ষাত্কার নিতে পারেন, এখন আর চীন সরকারের সঙ্গে যোগাযোগ করতে হবে না। এই কারণে বৈদেশিক সংবাদাদাতারা এখন সরাসরিভাবে সম্মেলনের প্রতিনিধিদের সঙ্গে যোগাযোগ করতে পারেন।

    সিএনএন'র পেইচিং শাখার প্রধান সংবাদদাতা জিমি ফ্লোর ক্রুজ তার চীন সম্পর্কিত জ্ঞান সমৃদ্ধের কারণে বিখ্যাত। এবারের দুটি সম্মেলনকালে আরো বেশি সরাসরি তথ্য পেয়ে তিনি খুব খুশি।

    "নতুন নিয়ম অনুসারে আমি সরাসরি সাক্ষাত্কার নেয়ার সুযোগ পাচ্ছি। আমি আশা করি এবারের সিপিপিসিসি ও এনপিসি'র মাধ্যমে আরো বেশি বিদেশী শ্রোতা চীনের বিভিন্ন মহলের অবস্থা জানতে পারবেন।"

    রাশিয়ার ইতার-তাস বার্তা সংস্থার পেইচিং শাখার সম্পাদক আড্রেই কিরিল্লভ মনে করেন নতুন নিয়মের মাধ্যমে বিদেশী সংবাদদাতারা বেশি স্বাধীনতা পেয়েছে। তাতে বোঝা যায় চীনের উন্মুক্ততার মান আরো উন্নত হয়েছে।

    "চলতি বছরের সিপিপিসিসি ও এনপিসি বিদেশী সংবাদদাতাদের জন্য আরো স্বাধীনতা দিয়েছে। এই কারণে আমার সাক্ষাত্কার নেয়ার বিষয় আরো সমৃদ্ধ হয়েছে। তাতে বোঝা যায় চীনের উন্মুক্ততার মান আরো উন্নত হয়েছে।"

    জানা গেছে, সিএনএন, রাশিয়ার ইতার-তাস এবং রয়েটার্স ইত্যাদি বিখ্যাত বার্তা সংস্থা চলতি বছরের সিপিপিসিসি ও এনপিসি'র জন্য আগের চেয়ে আরো বেশি সংবাদদাতা পাঠিয়েছে। আল-জাজীরা টেলিভিশনও অনেক ব্যবস্থা নিয়েছে। আল-জাজীরার সংবাদদাতা ইজাত শারোর জানিয়েছেন, চলতি বছরে তাদের পাঠানো সংবাদদাতা আগের চেয়ে অনেক বেশি, প্রকাশিত খবরও প্রায় আগের চেয়ে দ্বিগুণ বেড়েছে।

    বিদেশী সংবাদ মাধ্যমগুলো এই দু'টি সম্মেলনের জন্য প্রস্তুতি নিয়েছে। জানা গেছে, রেনমিপি'র বিনিময় হার, পরিবেশ সুরক্ষা, জ্বালানি এবং দূর্নীতি বিমোচন ইত্যাদি বিষয়ের উপর তারা বিশেষ দৃষ্টি রাখবে। চীন সরকার এসব সমস্যা নিয়ে কি রকম মতামত পোষণ করে এবং সমস্যাগুলো কিভাবে মোকাবেলা করে এই প্রশ্ন নিয়ে সবাই অপেক্ষায় আছে।