v চীন আন্তর্জাতিক বেতারv বাংলা বিভাগv চীনের বিশ্ব কোষ
China Radio International
পর্যটনসংস্কৃতিবিজ্ঞানখেলাধুলাকৃষিসমাজঅর্থ-বাণিজ্যশিক্ষার আলো
চীনা সংবাদ
বিশ্ব সংবাদ
চীনের কণ্ঠ
সংবাদ ব্যক্তিত্ব
সংবাদের প্রেক্ষাপট
নানা দেশ
কুইজ
আবহাওয়া

মহা মিলন ২০০৮ পেইচিং অলিম্পিক গেমস

ভয়াবহ ভূমিকম্প দক্ষিণ-পশ্চিম চীনে আঘাত হেনেছে

লাসায় ১৪ মার্চ যা ঘটেছিল

ইয়ুন নান প্রদেশ

দক্ষিণ এশিয়া

তৃতীয় নয়ন
আরো>>
(GMT+08:00) 2007-03-05 15:30:43    
চীন অলিম্পিক গেমসের আয়োজনের প্রস্তুতের উপলক্ষে গণ ব্যায়াম উন্নয়ন করে

cri

    চীনের জাতীয় ক্রীড়া ব্যুরোর গণ ক্রীড়া বিভাগের উপপরিচালক সু ছুয়ান ১৪ ফেব্রুয়ারী পেইচিং অলিম্পিক গেমসের সাংগঠনিক কমিটির সংবাদ সম্মেলনে বলেছেন, চীনের জাতীয় ক্রীড়া ব্যুরো এ বছরে সারা চীনে ৬৫টি 'গণ ব্যায়াম অলিম্পিক গেমসের সঙ্গে উন্নয়ন' নামক ব্যাপক গণ ব্যায়াম তত্পরতা আয়োজন করবে। নাগরিক ব্যায়াম ত্বরান্বিতের সঙ্গে সঙ্গে পেইচিং অলিম্পিক গেমস ২০০৮'র জন্য এক ভাল পরিস্থিতি সৃষ্টি করবে। এখান শোনুন এ সম্বন্ধে একটি প্রতিবেদন।

    সু ছুয়ান মনে করেন, ২০০৭ সাল হল পেইচিং অলিম্পিক গেমস আয়োজনের প্রস্তুতের চাবিকাঠি বছর। এ বছরে সারা চীনে ব্যাপক গণ ব্যায়াম তত্পরতা আয়োজন এক পক্ষ চীনের বিভিন্ন মহল ক্রীড়া ও অলিম্পিক গেমসের ওপর দৃষ্টি আকর্ষণ ত্বরান্বিত, আরেক পক্ষ চীনা নাগরিক অলিম্পিক গেমসের ওপর দৃষ্টি আকর্ষণ গণ ব্যায়ামের উত্সাহে পরিণত হওয়ার অনুকূল রবে। যাতে পেইচিং অলিম্পিক গেমস প্রস্তুত ও আয়োজনের প্রক্রিয়া চীনা নাগরিকরা ব্যায়াম জোরদারের প্রক্রিয়ায় পরিণত হওয়ার যায়।

    তিনি বলেছেন, চীনের জাতীয় ক্রীড়া ব্যুরোর দায়িত্ব শুধু যে প্রতিযোগিতায় সাফল্য ও আরো বেশি পদক অর্জন তা নয়, বরং গণ ব্যায়াম উন্নয়ন ও জনগণের স্বাস্থ্য উন্নয়ন করা। এটি হল জাতীয় ক্রীড়া ব্যুরোর মোটেই দায়িত্ব। তিনি বলেছেন, 'পেইচিং অলিম্পিক গেমস ২০০৮'র অংশগ্রহণকারী চীনা খেলোয়াড়দেরকে অনুশীলন হল জাতীয় ক্রীড়া ব্যুরোর একটি খুবই গুরুত্বপূর্ন দায়িত্ব। কিন্তু চাবিকাঠি দায়িত্ব হল চীনা নাগরিকদের স্বাস্থ্য উন্নয়ন করা। প্রতিযোগিতা প্রস্তুত, খেলোয়াড়দেরকে অনুশীলনের সময়েও আমাদের প্রধান দায়িত্ব আরোপিত হবে না।'

     গণ ব্যায়াম বলার সঙ্গে সঙ্গে আমরা 'ক্রীড়া লোকসংখ্যা' বলা উচিত। 'ক্রীড়া লোকসংখ্যা' হল প্রতি সপ্তাহে তিনবার খেলাধুলায় অংশ নেয়া, প্রতি বার অর্ধেক ঘন্টা ও তার খেলাধুলা তীব্রতা মধ্য পর্যায় এ ধরণের মানুষের সংখ্যা। ক্রীড়া লোকসংখ্যার হার অর্থনীতি ও সমাজের উন্নয়নের পর্যায়ের ঘনিষ্ঠ সম্পর্কিত। যদিও চীনের ক্রীড়া সংস্থা অব্যাহতাবে আরো বেশি নাগরিক খেলাধুলায় অংশ নেয়ার চেষ্টা করছে, তবুও অর্থনীতি উন্নয়নের পর্যায়ের নিষির্ধজ্ঞায় চীনের ক্রীড়া লোকসংখ্যার হার উন্নত দেশগুলোর চেয়ে অনেক কম। সু ছুয়ান আশা করেন, পেইচিং অলিম্পিক গেমসের উপলক্ষে চীনের ক্রীড়া লোকসংখ্যার হার পরের কয়েক বছরে অনেক বাড়বে। তিনি বলেছেন, 'কোনো কোনো উন্নত দেশের ক্রীড়া লোকসংখ্যার হার সাধারনত মোট লোকসংখ্যার ৫০ থেকে ৬০ শতাংশ পর্যন্ত, এমন কি ৭০শতাংশ। কিন্তু পরিসংখ্যান থেকে জানা গেছে, ২০০০ সালে চীনের ক্রীড়া লোকসংখ্যা শুধু মোট লোকসংখ্যার ৩৪শতাংশ। তৃতীয় সকল চীনের ক্রীড়া লোকসংখ্যার সাধারণ তদন্ত এখনো চলছে, বিস্তারিত ফলাফল আমরা এখনো জানি নি। আমাদের লক্ষ্য হল, ২০১০ সালে চীনের ক্রীড়া লোকসংখ্যা মোট লোকসংখ্যার ৪০শতাংশ হওয়া।'

    এক সপ্তাহে দুইদিন ছুটি, জাতীয় উত্সব, আন্তর্জাতিক শ্রম উত্সবের দীর্ঘকালিন ছুটির ব্যবস্থা চীনে বাস্তবায়নে চীনা নাগরিকদের অবসরকাল বেড়েছে। অবসরকাল বাড়ানোর সঙ্গে সঙ্গে চীনা নাগরিক আরো বেশি ব্যায়াম করার সময় পেয়েছে। এ ফলে চীনের ক্রীড়া লোকসংখ্যা বেড়েছে। তাছাড়াও, কর্মচিবিদেরকে ব্যায়াম করার উত্সাহ দেয়া হল সমাজ ও গণমতের মতৈক্য। সু ছুয়ান বলেছেন, নাগরিকদের ব্যায়ামের মতামত বাড়ার কারণে সম্প্রতি আয়োজিত কোনো গণ খেলোধুলা তত্পরতা চীনা নাগরিকদের ব্যাপাক সমর্থন পেয়েছে। তিনি বলেছেন, 'আগে আমআদের উদ্বিগ্ন বিষয় হল আমাদের তত্পরতায় কোনো মানুষ অংশ দেবে না। কিন্তু বর্তমানে আমরা উদ্বিগ্ন হই যে, প্রতিবার তত্পরতায় অনেক মানুষ অংশ নেয়ার আবেদন করবে।'

     উপপরিচালক সু ছুয়ান বলেছেন, ২০০৭ সালের গণ ব্যায়াম অলিম্পিক গেমসের সঙ্গে উন্নয়ন নামক পরিকল্পনা অনুযায়ী, চীনের জাতীয় ক্রীড়া ব্যুরো সারা চীনে ৬৫টি ব্যাপক ও প্রভাবশালী নাগরিক প্রতিযোগিতা আয়োজন করবে। এরমধ্যে, পাহাড় আরোহন, টেইবল টেনিস, সাঁতার, টেনিস, বোডি-বিউল্ডিং ও ড্রাগন বৌটসহ জনপ্রিয় রাউন্ত অন্তর্ভুক্ত রবে। এ বছরের প্রতি মাসে এ ধরণের প্রতিযোগিতা আয়োজিত হবে। সঙ্গে সঙ্গে চীনের জাতীয় ক্রীড়া ব্যুরো বিভিন্ন স্থানের পরিচালনা সংস্থাকে ২০০৭ সালে ইতিবাচকভাবে আঞ্চলিক গণ ক্রীড়া তত্পরতা আয়োজনের উত্সাহ দিয়েছে।