v চীন আন্তর্জাতিক বেতারv বাংলা বিভাগv চীনের বিশ্ব কোষ
China Radio International
পর্যটনসংস্কৃতিবিজ্ঞানখেলাধুলাকৃষিসমাজঅর্থ-বাণিজ্যশিক্ষার আলো
চীনা সংবাদ
বিশ্ব সংবাদ
চীনের কণ্ঠ
সংবাদ ব্যক্তিত্ব
সংবাদের প্রেক্ষাপট
নানা দেশ
কুইজ
আবহাওয়া

মহা মিলন ২০০৮ পেইচিং অলিম্পিক গেমস

ভয়াবহ ভূমিকম্প দক্ষিণ-পশ্চিম চীনে আঘাত হেনেছে

লাসায় ১৪ মার্চ যা ঘটেছিল

ইয়ুন নান প্রদেশ

দক্ষিণ এশিয়া

তৃতীয় নয়ন
আরো>>
(GMT+08:00) 2007-03-05 15:00:37    
২৬ ফেব্রুয়ারী--৫মার্চ, ২০০৭

cri
সিপিপিসিসির বার্ষিক অধিবেশন শুরু

চীনের জাতীয় গণ রাজনৈতিক পরামর্শ সম্মেলনের (সিপিপিসিসি) দশম জাতীয় কমিশনের পঞ্চম অধিবেশন ৩ মার্চ বিকালে পেইচিংয়ে শুরু হয়েছে।

সিপিপিসিসির চেয়ারম্যান চিয়া ছিংলিন অধিবেশনে এক কার্যবিবরনীতে বলেছেন, ২০০৬ সালে সিপিপিসিসি বার্যকরভাবে রাজনৈতিক পরামর্শ, গণতন্ত্রিক তত্ত্বাবধান, রাজনীতিতে সামিল থাকার দায়িত্ব পালন,সিপিপিসিসির কাজের সংস্কার উন্নয়ন ও তত্ত্বের গবেষণা জোরদারসহ বিভিন্ন কাজে নতুন অগ্রগতি লাভ করেছে।

খবরে প্রকাশ, এবারের ১২দিনব্যাপী অধিবেশনে, কমিশনাররা চীনের সংস্কার ও উন্নয়নের নীতি এবং জনগণের স্বার্থ সংশ্লিষ্ট মূল সমস্যা নিয়ে আলোচনা করবেন। তাছাড়াও, কমিশনাররা ৫ মার্চ অনুষ্ঠিতব্য দশম জাতীয় গণ কংগ্রেসের পঞ্চম অধিবেশনে সরকারী কার্যবিবরনী নিয়ে আলোচনা করবেন।

চীন ও শ্রীলংকার কূটনৈতিক সম্পর্ক প্রতিষ্ঠার ৫০তম বার্ষিকী উপলক্ষে উদযাপনী অনুষ্ঠান পেইচিংয়ে শুরু

২৮ ফেব্রুয়ারী চীন ও শ্রীলংকার মধ্যে কূটনৈতিক সম্পর্ক প্রতিষ্ঠার ৫০তম বার্ষিকী উপলক্ষে "চীন -শ্রীলংকা মৈত্রী বর্ষ" উদযাপনী অনুষ্ঠান পেইচিংয়ে শুরু হয়েছে। চীনের জাতীয় রাজনৈতিক পরামর্শ পরিষদের চেয়ারম্যান চিয়া ছিং লিনের সঙ্গে সফররত শ্রীলংকার প্রেসিডেন্ট মাহিন্দা রাজাপাকসে উদযাপন অনুষ্ঠানে অংশ নিয়েছেন এবং অভিনন্দন জানিয়েছেন ।

তিনি বলেছেন, চীন ও শ্রীলংকা সরকার ২০০৭ সালকে মৈত্রী বর্ষ নির্ধারণ করেছে । চীন শ্রীলংকার সঙ্গে প্রেসিডেন্ট হু চিন থাও এবং মাহিন্দা রাজাপাকসের বৈঠকের মতৈক্য বাস্তবায়ন করে বিভিন্ন ক্ষেত্রে দু'দেশের বন্ধুত্বপূর্ণ বিনিময় ও পারস্পরিক উপকারিতামূলক সহযোগিতাকে ত্বরান্বিত করতে ইচ্ছুক , যাতে দু'দেশের আন্তরিক সাহায্য আর দীর্ঘকালের বন্ধুত্বপূর্ণ সহযোগিতামূলক অংশীদারী সম্পর্কের গভীর উন্নয়নকে ত্বরান্বিত করা যায় ।

রাজাপাকসে তাঁর ভাষণে শ্রীলংকার প্রতি চীনের সমর্থন ও সাহায্যকে ধন্যবাদ জানিয়েছেন । তিনি বলেছেন, শ্রীলংকা সরকার দৃঢ়ভাবে একচীন নীতি অনুসরণ করবে এবং চীনের সঙ্গে দু'দেশের বন্ধুত্বপূর্ণ সম্পর্কের অগ্রগতির জন্য প্রচেষ্টা চালাবে ।

পেইচিং অলিম্পিক গেমসের প্রয়োজনীয় চিকিত্সা ও পরিসেবার কাজ সাফল্যের সঙ্গে চলছে

পেইচিং শহরের স্বাস্থ্য ব্যুরোর উপ-মহাপরিচালক মাদাম তেন সিয়াও হোং ২রা মার্চ সংবাদদাতাদের দেয়া এক সাক্ষাত্কারে বলেছেন , ২০০৮ সালে পেইচিং অলিম্পিক গেমসের প্রয়োজনীয় বিভিন্ন চিকিত্সা ও পরিসেবার কাজ সাফল্যের সঙ্গে চলছে । পেইচিং অলিম্পিক গেমসের সময় চিকিত্সা ও স্বাস্থ্য রক্ষার কার্যকর , প্রথানুগত ও সুবিধাজনক পরিসেবা প্রদান করা হবে ।

তিনি বলেছেন , বর্তমানে খেলোয়াড়দের পল্লী এবং স্টেডিয়াম ও ইন্ডোর- স্টেডিয়ামের খেলোয়াড়দের জন্যও চিকিত্সা ও স্বাস্থ্য রক্ষার পরিসেবা সংক্রান্ত একটি কার্যক্রম প্রণয়ন করা হয়েছে এবং অলিম্পিক গেমসের পরিসেবার জন্য ২০টি বিশেষ হাসপাতাল নির্ধারণ করা হয়েছে । তা ছাড়া গণ স্বাস্থ্যহানি ঘটনা মোকাবেলা করার জন্য পেইচিংয়ের শহর ও গ্রামাঞ্চলের বিভিন্ন অঞ্চলে ছড়িয়ে পড়া একটি পূর্ণাঙ্গ জরুরী ত্রাণ ব্যবস্থা গড়ে তোলা হবে ।

চেনি আকস্মিকভাবে পাকিস্তান সফর করছেন

পাকিস্তানের সংবাদ মাধ্যম সূত্রে জানা গেছে, মার্কিন ভাইস প্রেসিডেন্ট ডিক চেনি ২৬ ফেব্রুয়ারী আকস্মিকভাবে পাকিস্তান সফর করছেন। জানা গেছে, চেনি পাকিস্তানের প্রেসিডেন্ট পারভেজ মুশাররফের সঙ্গে বৈঠকে পাকিস্তানকে তালিবান ও আল-কায়েদার ওপর আরো বেশি আঘাত হানার অনুরোধ করেছেন।

পাকিস্তানের একজন উচ্চ পর্যায়ের কর্মকর্তা বলেছেন, চেনি ইসলামাবাদে পৌঁছানোর পর মুশাররফের সঙ্গে বৈঠক করেছেন। উভয়ে দ্বিপক্ষীয় সম্পর্ক ও আফগানিস্তানের পরিস্থিতি এবং অভিন্ন স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে মত বিনিময় করেছেন।

যুক্তরাষ্ট্র পাকিস্তানের সঙ্গে সন্ত্রাসদমনের সহযোগিতাকে জোরদার করতে ইচ্ছুক

২৬ ফেব্রুয়ারী মার্কিন পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র ম্যাককর্ম্যক এক সাংবাদিক সম্মেলনে বলেছেন, পাকিস্তান হচ্ছে আন্তর্জাতিক সন্ত্রাসদমন ক্ষেত্রে যুক্তরাষ্ট্রের ঘনিষ্ঠ বন্ধু, যুক্তরাষ্ট্র আশা করে ভবিষ্যতের সন্ত্রাসদমন যুদ্ধে পাকিস্তান আরো কার্যকর ব্যবস্থা নেবে ।

তিনি বলেছেন, পাকিস্তানের প্রেসিডেন্ট পারভেজ মুশাররফ হলেন সন্ত্রাসদমন যুদ্ধের একজন ভালো যোদ্ধা, পাকিস্তান হচ্ছে সন্ত্রাসদমন যুদ্ধের শক্তিশালী সংগঠন । তিনি জোর দিয়ে বলেছেন, যুক্তরাষ্ট্র, পাকিস্তান এবং আফগানিস্তানের মধ্যে সহযোগিতাকে জোরদার করা হচ্চে আল-কায়েদা এবং তালিবানের ওপর আঘাত হানার জন্য গুরুত্বপূর্ণ ব্যবস্থা । এর বিশেষ তাত্পর্য রয়েছে ।

পাকিস্তান সাবেক তালিবান সরকারের প্রতিরক্ষামন্ত্রীকে গ্রেফতার করেছে

২ মার্চ পাকিস্তানের ডন পত্রিকা বলেছে, পাকিস্তানের নিরাপত্তা বাহিনী সম্প্রতি দক্ষিণপশ্চিম বালুচিস্তান প্রদেশের রাজধানী কোয়েটা শহরে তালিবানের শীর্ষ নেতা মুল্লাহ্ মোহাম্মাদ ওমরের গুরুত্বপূর্ণ সহকারী সাবেক তালিবান সরকারের প্রতিরক্ষামন্ত্রী ওবাইদুল্লাহ্ আকহুন্দকে গ্রেফতার করেছে ।

পাকিস্তান সরকারের একজন কর্মকর্তা বলেছেন, ২৬ ফেব্রুয়ারী পাকিস্তান গোয়েন্দা সংবাদের সূত্র অনুযায়ী ওবাইদুল্লাহকে গ্রেফতার করতে সক্ষম হয়েছে।

জানা গেছে, তিনি হলেন ২০০১ সালে তালিবান সরকারের পতনের পর আটক করা তালিবানের সর্বোচ্চ পর্যায়ের নেতৃবৃন্দের একজন । তিনি হলেন যুক্তরাষ্ট্রের সন্ত্রাসদমন অভিযানের আকাঙ্খিত একজন গুরুত্বপূর্ণ ব্যক্তি এবং তালিবানের ১০জনের সর্বোচ্চ কমিটির একজন গুরুত্বপূর্ণ সদস্য ।

পাকিস্তান সাফল্যের সঙ্গে পারমাণবিক বোমা-বাহী স্বল্প-পাল্লার ক্ষেপনাস্ত্র উতক্ষেপন করেছে

পাকিস্তান ৩ মার্চ সাফল্যের সঙ্গে একটি পারমাণবিক বোমা-বাহী স্বল্প-পাল্লার স্থল-স্থল ক্ষেপনাস্ত্র উতক্ষেপন করেছে।

পাকিস্তান টেলিভিশন সামরিক পক্ষের উদ্ধৃতি দিয়ে বলেছে, এই হাফ্ট-২ (আব্দালি) ক্ষেপনাস্ত্রের কার্যকর উতক্ষেপন পাল্লা হলো ২০০ কিলোমিটার।

২৩ ফেব্রুয়ারি পাকিস্তান সাফল্যের সঙ্গে পারমাণবিক বোমা-বাহী দূর-পাল্লার ক্ষেপনাস্ত্র হাফ্ট-৬ উতক্ষেপন করেছে। হাফ্ট-৬'র উতক্ষেপন পাল্লা হলো ২০০০ কিলোমিটার।

ভারত প্রতিরক্ষা বাজেট বাড়াবে

ভারতের অর্থমন্ত্রী পালানিয়াপান চিদামবারাম ২৮ ফেব্রুয়ারী সংসদে ২০০৭-২০০৮ আর্থিক বাজেট দাখিল করার সময় বলেছেন , প্রতিরক্ষা বাজেট ৭.৮ শতাংশ বাড়ানো হলে তা ৯৬০ বিলিয়ন রূপিতে দাঁড়াবে ।

তিনি বলেছেন , ৯৬০ বিলিয়ন রূপি প্রতিরক্ষা বাজেটের মধ্যে ৪১৯.২২ বিলিয়ন রূপি বুনিয়াদী ব্যবস্থা নির্মাণে ও নতুন সাজসরঞ্জাম কেনায় ব্যবহার করা হবে । এথেকে বোঝা যায় যে , ভারতীয় সেনাবাহিনী কয়েকটি বিরাট মূল্যের সামরিক অস্ত্রশস্ত্র কিনতে পারবে । তিনি কথা দিয়েছেন , যদি সামরিকবাহিনীর চাহিদা বেড়ে যায় তাহলে সরকার আরও বরাদ্দ করবে ।

ভারতের প্রতিরক্ষামন্ত্রী এ কে আন্টোনি এই দিন বলেছেন , ভারতের প্রতিরক্ষা বাজেট বেড়ে যাওয়া থেকে প্রমাণিত হয়েছে যে , ভারত সরকার সার্বিকভাবে সামরিক ক্ষেত্রের আধুনিকায়ন ত্বরান্বিত করবে । তিনি বলেছেন , ভারতীয় সেনাবাহিনীর বর্তমান প্রধান কাজ হল স্থল , নৌ ও বিমানবাহিনীর সামরিক সরঞ্জামকে নবায়ন করা ।

সাতটি ইসলামিক দেশের পররাষ্ট্রমন্ত্রীরা মধ্য -প্রাচ্যের পরিস্থিতি নিয়ে আলোচনা করেছেন

২৫ ফেব্রুয়ারী সাতটি ইসলামিক দেশের পররাষ্ট্রমন্ত্রীরা পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে মধ্য-প্রাচ্যের পরিস্থিতি নিয়ে আলোচনা করেছেন এবং একটি যৌথ বিবৃতিতে জাতিসংঘের সংশ্লিষ্ট প্রস্তাব অনুযায়ী ফিলিস্তিনের সমস্যা সমাধানের আহ্বান জানিয়েছেন ।

পাকিস্তান, সৌদি আরব, ইন্দোনেশিয়া, মিশর, জর্দান, তুরস্ক এবং মালয়েশিয়াসহ সাতটি দেশের পররাষ্ট্রমন্ত্রীরা এদিন মধ্য-প্রাচ্যের শান্তি প্রক্রিয়া এবং আফগানিস্তান, ইরাক এবং লেবাননের সমস্যা নিয়ে আলোচনা করেছেন । তাঁরা মনে করেন, ফিলিস্তিন এবং ইস্রাইল স্বাধীন দু'টি দেশ হিসেবে মিলে মিশে থাকবে ও ভূভাগের বিনিময়ে শান্তি স্থাপন করবে এবং ইস্রাইল গোলান মালভূমি থেকে তার বাহিনী প্রত্যাহার করে নেবে ।

পর্যবেক্ষক হিসেবে সার্কে অংশ নেয়ার আবেদন করেছে ইরান

৩ মার্চ ইরানের তথ্য বার্তা সংস্থার খবরে প্রকাশ, ইরান পর্যবেক্ষক হিসেবে সার্কে অংশ নেয়ার আবেদন করেছে।

খবরে প্রকাশ, ইরানের পররাষ্ট্রমন্ত্রণালয়ের পশ্চিম এশিয়া বিষয়ক বিভাগের পরিচালক রাসুল ইসলামি এ সপ্তাহে কাঠমান্দুতে সার্কের মহাসচিব লিওন্পো ছেন্কিয়াব দোর্জির সঙ্গে বৈঠক করেছেন এবং দোর্জির কাছে ইরান পর্যবেক্ষক হিসেবে সার্কে অংশ নেয়ার আবেদন বিষয়ক চিঠি দিয়েছেন। ইসলামি বৈঠকে বলেছেন, ইরান সার্কের পর্যবেক্ষক হলে দু'পক্ষের জন্যই তা অনুকূল।

দোর্জি সার্ক-ইরান সম্পর্কের প্রশংসা করেছেন।

ফাতাহ এবং হামাস জাতীয় যৌথ সরকারের মন্ত্রীদের নামের তালিকা ঘোষণা পিছিয়ে দিয়েছে

ফিলিস্তিনের ফাতাহ এবং হামাস ২ মার্চ জাতীয় যৌথ সরকারের মন্ত্রীদের নামের তালিকার ঘোষণা পিছিয়ে দেয়ার সিদ্ধান্ত নিয়েছে।

ফাতাহ এবং হামাসের কর্মকর্তারা বলেছেন, নাম ঘোষণা করতে তাদের আরো বেশী সময় লাগবে। দু'পক্ষ প্রতিশ্রুতি দিয়েছে যে, তারা যত তাড়াতাড়ি সম্ভব জাতীয় যৌথ সরকার গঠন প্রক্রিয়া এগিয়ে নিয়ে যাবে। তত্ত্বাবধায়ক মন্ত্রীসভার প্রধানমন্ত্রী ইসমাইল হানিয়ার সাহায্যকারী গাজি হামাদ বলেছেন, জাতীয় যৌথ সরকার প্রতিষ্ঠায় বড় কোন বড় বাধা নেই। তিনি আরো বলেছেন, ৩ মার্চ ফিলিস্তিনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসের সঙ্গে হানিয়ার গাজায় অনুষ্ঠিতব্য আলোচনা সম্ভবত: ৪ মার্চ অনুষ্ঠিত হবে।