v চীন আন্তর্জাতিক বেতারv বাংলা বিভাগv চীনের বিশ্ব কোষ
China Radio International
পর্যটনসংস্কৃতিবিজ্ঞানখেলাধুলাকৃষিসমাজঅর্থ-বাণিজ্যশিক্ষার আলো
চীনা সংবাদ
বিশ্ব সংবাদ
চীনের কণ্ঠ
সংবাদ ব্যক্তিত্ব
সংবাদের প্রেক্ষাপট
নানা দেশ
কুইজ
আবহাওয়া

মহা মিলন ২০০৮ পেইচিং অলিম্পিক গেমস

ভয়াবহ ভূমিকম্প দক্ষিণ-পশ্চিম চীনে আঘাত হেনেছে

লাসায় ১৪ মার্চ যা ঘটেছিল

ইয়ুন নান প্রদেশ

দক্ষিণ এশিয়া

তৃতীয় নয়ন
আরো>>
(GMT+08:00) 2007-03-05 11:07:58    
পরবর্তী অনুষ্ঠানমালা --- ২০০৭/৩/৫

cri

 ২০০৮ সালের পেইচিং অলিম্পিক গেমস ধীরে ধীরে এগিয়ে আসছে। চীনের ৪০ কোটি ছাত্রছাত্রী এবং বিশ্বের নানা দেশের ছাত্রছাত্রীদের ভালভাবে অলিম্পিক গেমস সংক্রান্ত জ্ঞান দেয়ার জন্য, পেইচিং অলিম্পিক গেমস কমিটি এবং চীনের শিক্ষা মন্ত্রণালয়ের উদ্যোগে পেইচিংয়ের প্রাথমিক ও মাধ্যমিক স্কুল এবং ২০০৮ পেইচিং অলিম্পিক গেমসে অংশগ্রহণকারী দেশগুলোর প্রাথমিক ও মাধ্যমিক স্কুলের মধ্যে অলিম্পিক গেমস সংক্রান্ত "মৈত্রীর বন্ধন" নামক একটি কার্যক্রম চালাবে। পেইচিং তুচেন এলাকার হোপিংলি প্রথম প্রাথমিক স্কুল বাংলাদেশের সঙ্গে মৈত্রীর বন্ধন সম্পর্ক স্থাপন করবে। হোপিংলি প্রথম প্রাথমিক স্কুল২৮ ফেব্রুয়ারী নতুন সেমিষ্টারের উদ্বোধনী অনুষ্ঠানে চীনে বাংলাদেশের দূতাবাস ও আমাদের বিভাগকে আমন্ত্রণ করে "বাংলাদেশকে জানুন" নামক এক বিশেষ কার্যক্রম করেছে। ৫ মার্চ ছাও ইয়ান হুয়া এই সম্পর্কিত একটি বিশেষ অনুষ্ঠান উপস্থাপন করবেন। আপনাদের ভালো লাগবে বলে আশা করছি।

 উত্তর-পূর্ব চীনের লিয়াও নিং প্রদেশ হচ্ছে চীনের অন্যতম পুরনো শিল্প কেন্দ্র। অতীতে বিপুল সংখ্যক শ্রমিকের বাসস্থানের সমস্যা সমাধানের জন্যে এ প্রদেশের বহু স্থানে বিশাল এলাকা জুড়ে অস্থায়ী আবাসিক বাড়ি নির্মাণ করা হয়েছে। আজ এসব বাড়ি অনেক পুরনো হয়ে গেছে। ২০০৫ সালের পর লিয়াও নিং প্রাদেশিক সরকার এসব আবাসিক এলাকার সংস্কারের কাজ শুরু করেছে। বহু সংখ্যক পুরনো অস্থায়ী বাড়ি বিলিন হয়ে যাচ্ছে এবং বহু লোক নতুন আরামদায়ক দালানকোঠায় ওঠেছেন। ৭ মার্চ সমাজ দর্পন আসরে শি চিং উ এসব সংস্কারমূলক প্রকল্পের কল্যাণে হাজার হাজার পরিবারের বিরাট পরিবর্তন সম্পর্কিত কিছু কথা বলবেন।

 বন্ধুরা, চীনের হুপেই প্রদেশের সিইয়েন শহরের ছিংশান থানার চিয়াহো গ্রামে একটি ছোট দোকান আছে। যারা জিনিস কিনতে আসেন , তারা স্বাধীনভাবে জিনিস বেছে নেন এবং সচেতনভাবে দাম দেন। এই দোকানের মালিক হলেন চাং ইয়ুচেন নামে একটি যুবতী মেয়ে। এক আকস্মিক দুর্ঘটনায় তাঁর দুটি পা হারিয়েছে বলে তাকে বাধ্য হয়ে এখন সবসময় বিছানায় শুয়ে থাকতে হয়। কিন্তু গত বিশ বছর ধরে তিনি পরপর "মেয়ে সাহিত্যিক", "যুব লেখক" ও বিভিন্ন "গল্পসংকলন"সহ প্রায় ত্রিশটিরও বেশি পত্রপত্রিকায় ২০০টি সাহিত্য কর্ম ও প্রবন্ধ প্রকাশ করেছেন। ৯ মার্চ কন্যা জায়া জননী অনুষ্ঠানে চুং শাও লি চাং ইয়ুচেনের কাহিনী আপনাদের শোনাবেন।

 দক্ষিণ-পশ্চিম চীনের কুইচৌ প্রদেশের সুগা থানায় রয়েছে মিয়াও জাতির একটি শাখা। তথাকথিত লম্বা শিংয়ের মিয়াও জাতি সেখানে বসবাস করে। এই জাতির লোকসংখ্যা মাত্র ৪ হাজারের একটু বেশি। তারা উঁচু পার্বত্য এলাকায় থাকে এবং তারা রহস্যময় ও আদিম জীবনযাপন করছে। সম্প্রতি আমাদের সংবাদদাতা লম্বা শিংয়ের মিয়াও জাতি অধ্যুষিত গ্রাম---সুগা থানার লুংগা গ্রামে এ সব অধিবাসীদের সাক্ষাত্কার নিয়েছেন। ১০ মার্চ ওরা অনন্য আসরে থাং ইয়াও খান এই জাতির অসাধারণ রীতি-নীতি সম্পর্কে আপনাদের কিছু বলবেন।

 তা ছাড়া প্রতি দিন আরো রয়েছে খবর এবং অন্যান্য নিয়মিত অনুষ্ঠান। সময় মত সি আর আই এর বাংলা অনুষ্ঠানগুলো শোনার জন্য আগে থেকেই সকল শ্রোতাবন্ধুদের সাদর আমন্ত্রণ জানিয়ে রাখছি।