চীনের সর্বোচ্চ জাতীয় ক্ষমতা সংস্থা --- জাতীয় গণ কংগ্রেসের বার্ষিক সম্মেলন ৫ মার্চ সকাল পেইচিংয়ে শুরু হয়েছে। হু চিন থাও, উ পাং কুও, ওয়েন চিয়া পাও, চিয়া ছিং লিন, জেন ছিং হোং, হুয়ান জুন, উ কুয়ান চেন, লি ছাং ছুন , রো কান প্রমুখ চীনের কনিউনিস্ট পার্টি ও রাষ্ট্রীয় নেতৃবৃন্দগণ এবং প্রায় তিন হাজার জাতীয় গণ কংগ্রেসের প্রতিনিধিগণ সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। সম্মেলনে মূল বিষয় হিসেবে "সম্পত্তি আইন" ও "শিল্পপ্রতিষ্ঠানের আয় কর আইন" এই দুটি আইনের খসড়া বিল নিয়ে পর্যালোচনা করা হয়।
জাতীয় গণ কংগ্রেসের স্থায়ী কমিটির চেয়ারম্যান উ পাং কুও সম্মেলনে সভাপতিত্ব করেছেন। প্রধানমন্ত্রী ওয়েন চিয়া পাও রাষ্ট্র্রীয় পরিষদের পক্ষ থেকে সরকারী কার্য বিবরণী পাঠ করেছেন। কার্যবিবরণীর বিষয়বস্তুর মধ্যে অন্তর্ভুক্ত ছিল ২০০৬ সালের কাজকর্মের পুনপর্যালোচনা ও তার সারসংকলন , চলতি বছরের কাজকর্মের পরিকল্পনা , প্রতিরক্ষা ও সেনাবাহিনীর পুনর্গঠন, হংকং, ম্যাকাও ও তাইওয়ান সমস্যা এবং চীনের পররাষ্ট্রনীতিসহ নানা বিষয়।
সম্মেলনের কর্মসূচী অনুযায়ী, সাড়ে ১১দিনব্যাপী সম্মেলনে চলাকালে প্রতিনিধিরা "সম্পত্তি আইন" ও "শিল্পপ্রতিষ্ঠানের আয় কর আইন" এই দুটি আইনের খসড়া বিল নিয়ে পর্যালোচনা করার ছাড়াও সরকারী ও জাতীয় গণ কংগ্রেসের স্থায়ী কমিটি, সর্বোচ্চ গণ আদালত, সর্বোচ্চ গণ অভিশংসক বিভাগের বার্ষিক কার্যবিবরণী পর্যালোচনা করবেন, রাষ্ট্রীয় আর্থিক অবস্থা সংক্রান্ত রিপোর্ট পরীক্ষা করবেন এবং উপরোক্ত রিপোর্টগুলোর ওপর ভোট অনুষ্ঠিত হবে।
|