চীনের জাতীয় গণ কংগ্রেসের নিয়মিত বার্ষিক অধিবেশন আগামীকাল পেইচিংয়ে শুরু হবে । এ পর্যন্ত জাতীয় গণ কংগ্রেসের ২ হাজার ৯৪৩জন প্রতিনিধি পেইচিং উপস্থিত হয়েছেন । এ অধিবেশন সাড়ে ১১ দিন চলবে । অধিবেশন চলাকালে প্রতিনিধিরা "নিরাপত্তা নিশ্চিতকরণ সংক্রান্ত আইন" ও " শিল্পপ্রতিষ্ঠানের আয়কর সংক্রান্ত আইনের" খসড়া নিয়ে আলোচনা করবেন ।
অধিবেশনে দেশের আর্থিক অবস্থা সংক্রান্ত রিপোর্ট , সরকারের কাজকর্ম সংক্রান্ত রিপোর্ট , সর্বোচ্চ গণ আদালত ও সর্বোচ্চ গণ এটর্ণী সংস্থা ও জাতীয় গণ কংগ্রেসের স্ট্যান্ডিং কমিটির বার্ষিক কাজকর্ম সংক্রান্ত রিপোর্ট নিয়ে আলোচনা করা হবে এবং সেই রিপোর্টগুলোর ওপর ভোট নেয়া হবে ।
এ অধিবেশনের মুখপাত্র চিয়াং এন চু ৪ মার্চ পেইচিংয়ে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে বলেছেন , নিরাপত্তা নিশ্চিতকরণ সংক্রান্ত আইনের প্রণয়ন হচ্ছে চীনের আইন ব্যবস্থা গঠনের ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ ঘটনা । এটি জনসাধারণের বাস্তব স্বার্থের সংগে সংশ্লিষ্ট একটি গুরুত্বপূর্ণ ঘটনাও বটে । তিনি আস্থা প্রকাশ করে বলেছেন , এবারের অধিবেশনে আলোচনার পর এ খসড়া আইন আরো পরিপূর্ণ হবে ।
" শিল্পপ্রতিষ্ঠানের আয়কর সংক্রান্ত আইন" প্রণয়ন সম্পর্কিত একটি প্রশ্নের উত্তরে চিয়াং এন চু বলেছেন , এ খসড়া আইনে কর আদায়ের ক্ষেত্রে যাবতীয় সুবিধা বাতিল করা হয় নি এবং বিশেষ বিশেষ অঞ্চলের পরিবর্তে বিশেষ বিশেষ পেশায় সুবিধা দেয়ার নীতি নির্ধারণ করা হয়েছে ।
|