চীনের জাতীয় গণ কংগ্রেসের নিয়মিত বার্ষিক অধিবেশনের মুখপাত্র চিয়াং এন চু ৪ মার্চ পেইচিংয়ে বলেছেন , ২০০৭ সালে চীনের প্রতিরক্ষা বাজেট প্রায় ৩৫০ বিলিয়ন ৯০ কোটি ইউয়ানে দাঁড়াবে । এটি এ বছর চীনের আর্থিক বাজেটের ৭.৫ শতাংশ । এ অনুপাত গত কয়েক বছরের প্রতিরক্ষা বাজেটের অনুপাতের প্রায় সমান । এর অনুমোদন পাওয়ার জন্যে চীনের রাষ্ট্রীয় পরিষদ জাতীয় গণ কংগ্রেসের এবারের অধিবেশনে পেশ করবে ।
চিয়াং এন চু জোর দিয়ে বলেছেন , পরিমাণের দিক থেকে হোক আর জি ডি পি ও আর্থিক বাজেটে তার অনুপাতের দিক থেকে হোক চীনের প্রতিরক্ষা বাজেট একটি নিম্ন পর্যায়ে রয়েছে । তিনি বলেছেন , চীন শান্তি ও উন্নয়নের পথের অনুসারী এবং আত্মরক্ষামূলক প্রতিরক্ষা নীতিতে বিশ্বাসী । চীনের প্রতিরক্ষা ব্যবস্থার লক্ষ্য হচ্ছে দেশের নিরাপত্তা ও একীকরণ রক্ষা করা এবং সার্বিকভাবে স্বচ্ছল সমাজ গড়ে তোলা নিশ্চিত করা । কোনো দেশের সংগে সমরসজ্জার প্রতিযোগিতা চালানোর সামর্থ্য ও পরিকল্পনা চীনের নেই । চীন কোনো দেশের প্রতি হুমকী প্রদর্শন করবে না ।
|