উগান্ডার সংবাদমাধ্যমের ২ মার্চের এক খবরে বলা হয়েছে , সোমালিয়ায় শান্তিরক্ষা দায়িত্ব পালনের জন্য ১৬০৫ সদস্য নিয়ে গঠিতউগান্ডার একটি শান্তিরক্ষী দল ১ মার্চ রওয়ানা হয়েছে ।
খবরে বলা হয়েছে , এতে একটি পদাতিক রেজিম্যান্ট, একটি ট্যাংকব্যাটালিয়ানএবং আইন , চিকিত্সা বিভাগ ও বিমানবাহিনীর সদস্য রয়েছে । তাছাড়া ট্যাংক, ট্রাক ও ভারী অস্ত্রশস্ত্র সহ বিভিন্ন সাজসরঞ্জাম একই দিন ক্যাম্পালা থেকে সোমালিয়ায় পাঠানো হয়েছে । আট দিন পর এই সব সামরিক সরঞ্জাম পৌঁছাবে বলে অনুমাণ করা হচ্ছে ।
উগান্ডার প্রেসিডেন্ট ইয়োভেরি কাকুতা মুসেভেনি পূর্ব শহর জিজায় আয়োজিত এক বিদায় অনুষ্ঠানে বলেছেন , স্থানীয় সামরিকবাহিনীর সদস্যদের প্রশিক্ষণপ্রদানের মাধ্যমে সোমালিয়ার অন্তর্বর্তকালীন সরকারকে অবৈধ সংস্থা নির্মূলীকরণে সাহায্য করার জন্যে উগান্ডা এ সৈন্যদল পাঠিয়েছে ।
|