মার্কিন অর্থমন্ত্রী হেনরি এম পলসন্ ১ মার্চ বলেছেন, যুক্তরাষ্ট্রের বাণিজ্য সংরক্ষণবাদী প্রবণতা দেখা যাচ্ছে। তিনি বিভিন্ন পক্ষের উদ্দেশ্যে এ ধরনের উত্কণ্ঠা জনিত প্রবণতা নিরসনের আহ্বান জানিয়েছেন। তিনি বলেছেন, যুক্তরাষ্ট্রের অর্থনীতি এখন সুষ্ঠুভাবে চলছে।
এ দিন ওয়াশিংটনের অর্থনৈতিক ক্লাবে বক্তৃতা দেয়ার সময় পলসন জোর দিয়ে বলেছেন, অবাধ বাণিজ্য হচ্ছে যুক্তরাষ্ট্রের অর্থনৈতিক সফলতা অর্জনের গুরুত্বপূর্ণ ভিত্তি। বাণিজ্য সংরক্ষণবাদী প্রবণতা মোকাবেলা ক্ষেত্রে মার্কিন সরকারকে জনসাধারণের কাছে প্রমাণ করতেই হবে যে, বাণিজ্য জনগণের জীবনযাপনের মান উন্নয়নের জন্য হিতকর। অর্থনৈতিক নিরপেক্ষতাবাদী হওয়া কেবল আরো কম কর্মসংস্থান , বেতন ও আরো নিম্ন জীবনযাপনের মান বয়ে আনবে। তা ছাড়াও পলসন মনে করেন, যুক্তরাষ্ট্রের বাণিজ্যিক অংশীদারদের দ্রুত অর্থনৈতিক উন্নয়ন যুক্তরাষ্ট্রের অর্থনৈতিক প্রবৃদ্ধিকে ত্বরান্বিত করা ও বাণিজ্যিক ঘাটতি কমানোর জন্য সহায়ক হবে।
|