এক পরিসংখ্যান থেকে জানা গেছে , চীনের জাতীয় অর্থনীতিতে পর্যটন শিল্পের অনুপাত ৪ শতাংশ ছাড়িয়ে গেছে । ১ মার্চ সংশ্লিষ্ট সূত্র অনুযায়ী ২০০৪ সালে চীনের প্রথম অর্থনৈতিক জরিপ ও জাতীয় অর্থনীতির হিসাব সম্পর্কিত তথ্য কাজে লাগিয়ে চীনের সংশ্লিষ্ট বিভাগ প্রাথমিকভাবে " চীনের রাষ্ট্রীয় পর্যায়ের পর্যটন স্যাটেলাইটএকাউন্টের" আংশিক হিসাবের তালিকা তৈরীর কাজ সম্পন্ন করেছে । তালিকাটি অনুযায়ী ২০০৪ সালে চীনের পর্যটন শিল্পের মূল্যবৃদ্ধি ৬৪৭.২ বিলিয়ন রেনমিনপিতে দাঁড়িয়েছে । এটা এ বছর চীনের মোট উত্পাদনমূল্যের ৪.০৫ শতাংশ ।
জানা গেছে , চীন আন্তর্জাতিক মানদন্ড অনুযায়ী এই প্রথমবার সার্বিকভাবে পর্যটন অর্থনীতির পরিমাপ করেছে ।
|