উত্তর কোরিয়ার সর্বোচ্চ গণ কংগ্রেসের স্থায়ী কমিটির চেয়ারম্যান কিম ইয়ো নাম ১ মার্চ পিয়ংইয়ংয়ে বলেছেন, কোরিয় উপদ্বীপের পারমাণবিক অস্ত্রবিহীন বাস্তবায়ন করা হচ্ছে উত্তর কোরিয়ার প্রয়াত প্রেসিডেন্ট কিম ইল সুনংয়ের আদেশ । উত্তর কোরিয়া এ লক্ষ বাস্তবায়নের জন্য প্রচেষ্টা চালাবে।
উত্তর কোরিয়ার কেন্দ্রীয় বার্তা সংস্থার খবরে জানা গেছে, এ দিন কিম ইয়ো নাম পিয়ংইয়ংয়ে ২০তম উত্তর কোরিয়া ও দক্ষিণ কোরিয়ার মন্ত্রী পর্যায়ের বৈঠকে অংশগ্রহণকারী দক্ষিণ কোরিয়ার প্রতিনিধি দলের সঙ্গে সাক্ষাত্ করেছেন। কিম ইয়ো নাম বলেছেন, উত্তর কোরিয়া ও দক্ষিণ কোরিয়ার "জাতিকে গুরুত্ব দেয়ার" অবস্থানে দাঁড়িয়ে ২০০৬ সালের জুন মাসে দু'পক্ষের স্বাক্ষরিত "উত্তর-দক্ষিণ অভিন্ন ঘোষণা"র গুরুত্ব গভীরভাবে উপলব্ধি করা এবং সম্মিলিতভাবে এই ঘোষণা কার্যকরের জন্য প্রচেষ্টা চালানো উচিত।
সাক্ষাত্কালে দক্ষিণ কোরিয়ার প্রতিনিধি দলের প্রধান প্রতিনিধি লি জায় জোউং বলেছেন, কোরিয় উপদ্বীপের পারমাণবিক সমস্যা সংক্রান্ত ছ'পক্ষীয় বৈঠকে স্বাক্ষরিত চুক্তি অনুযায়ী আন্তরিকভাবে "অভিন্ন বিবৃতির প্রাবম্ভিক কর্মসূচী কার্যকর করা অত্যন্ত গুরুত্বপূর্ণ"।
|