v চীন আন্তর্জাতিক বেতারv বাংলা বিভাগv চীনের বিশ্ব কোষ
China Radio International
পর্যটনসংস্কৃতিবিজ্ঞানখেলাধুলাকৃষিসমাজঅর্থ-বাণিজ্যশিক্ষার আলো
চীনা সংবাদ
বিশ্ব সংবাদ
চীনের কণ্ঠ
সংবাদ ব্যক্তিত্ব
সংবাদের প্রেক্ষাপট
নানা দেশ
কুইজ
আবহাওয়া

মহা মিলন ২০০৮ পেইচিং অলিম্পিক গেমস

ভয়াবহ ভূমিকম্প দক্ষিণ-পশ্চিম চীনে আঘাত হেনেছে

লাসায় ১৪ মার্চ যা ঘটেছিল

ইয়ুন নান প্রদেশ

দক্ষিণ এশিয়া

তৃতীয় নয়ন
আরো>>
(GMT+08:00) 2007-03-02 19:09:29    
চীনের রাজনৈতিক জীবনে চীনের রাজনৈতিক পরামর্শ পরিষদ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে

cri
    চীনা জনগণের রাজনৈতিক পরামর্শ সম্মেলনের জাতীয় কমিটির বার্ষিকঅধিবেশন ৩ মার্চ পেইচিংয়ে শুরু হবে ।চীনের বিভিন্ন দল , বিভিন্ন জাতি এবং বিভিন্ন ক্ষেত্রের ২২০০জন প্রতিনিধি পেইচিংয়ে মিলিত হয়ে রাষ্ট্রের গুরুত্বপূর্ণবিষয় নিয়ে আলোচনা করবেন । চীনা কমিউনিষ্ট পার্টিরনেতৃত্বাধীন বহু দলীয় সহযোগিতা ও রাজনৈতিক পরামর্শের এক গুরুত্বপূর্ণ সংস্থা হিসেবে চীনের রাজনৈতিক পরামর্শ সম্মেলন চীনের রাজনৈতিক জীবনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে ।

    জাতীয় রাজনৈতিক পরামর্শসম্মেলনের২২০০জন সদস্যের মধ্যে প্রবীণ সদস্য,৭০ বছর বয়সী মাদাম চৌ মেই পরপর একটানা চার বছর ধরে রাজনৈতিক পরামর্শ সম্মেলনের সদস্য হয়েছেন । নিয়ম অনুযায়ী প্রতিটি সদস্যের কার্যমেয়াদ ৫ বছর হয় । এ বছর মাদাম চৌ মেইর কার্যমেয়াদের শেষ বছর । তিনি বলেছেন ,আমি বিজ্ঞান ও প্রযুক্তিক্ষেত্রে কাজ করি । তাই এবারের সম্মেলনে বিজ্ঞান ও প্রযুক্তিক্ষেত্রের উদ্ভাবণ সম্পর্কিত সমস্যার উপর বেশী গুরুত্ব দেব । তাছাড়া শহরের নূন্যতম জীবিকার নিরাপত্তা সমস্যা , গ্রামাঞ্চলের চিকিত্সার সংস্কার সমস্যা সম্পর্কেওআমি গুরুত্ব দেই ।

    আগামী কাল মাদাম চৌমেই অন্য ২২০০ সদস্যের সঙ্গে পেইচিংয়ে অনুষ্ঠিতব্য রাজনৈতিক পরামর্শ সম্মেলনের দশম জাতীয় কমিটির পঞ্চম পূর্ণাঙ্গ অধিবেশনে উপস্থিত থাকবেন ।

    ৩ মার্চঅনুষ্ঠিতব্য রাজনৈতিক পরামর্শ সম্মেলনের বার্ষিক অধিবেশন যেমন চীনের রাজনৈতিক পরামর্শ সম্মেলনের সর্বোচ্চ পরামর্শ অধিবেশন তেমনি চীনের গণতান্ত্রিকপরামর্শের এক বার্ষিক প্রীতি সম্মেলন । ৫০ বছর আগে অর্থাত ১৯৪৯ সালের ২১ সেপ্টেম্বর চীনা জনগণের রাজনৈতিক পরামর্শ সম্মেলনের প্রথম পূর্ণাঙ্গ অধিবেশন পেইপিং অর্থাত আজকের পেইচিংয়ে অনুষ্ঠিত হয়েছিল । সে সম্মেলনে গণ প্রজাতন্ত্রী চীনের প্রতিষ্ঠার কথা ঘোষণা করা হয়। অস্থায়ী সংবিধানের ক্ষমতা সম্পন্ন " চীনা জনগণের রাজনৈতিক পরামর্শ সম্মেলনের অভিন্ন কর্মসূচী" গৃহিত হয়েছে । প্রথম কেন্দ্রীয়সরকার নির্বাচন করা হয়েছে । রাজধানী , জাতীয় পতাকা , জাতীয় সঙ্গীত স্থির করা হয়েছে । ১৯৫৪ সালে চীনের জাতীয় গণ কংগ্রেসের অধিবেশনে নয়া চীনের প্রথম সংবিধান গৃহিত হয়েছে ।এর পর চীনের রাজনৈতিক পরামর্শ সম্মেলনের জাতীয় গণ কংগ্রসের ক্ষমতা পালন করার দায়িত্ব সম্পন্ন হয়েছে । কিন্তু চীনা কমিউনিস্ট পার্টির নেতৃত্বাধীন বহুদলীয় সহযোগিতা ও রাজনৈতিক পরামর্শের একটি গুরুত্বপূর্ণ সংস্থা হিসেবে চীনের রাজনৈতিক পরামর্শ সম্মেলন এখনো সমাজতান্ত্রিক গণতন্ত্র পালন করার একটি গুরুত্বপূর্ণ দিক ও পথ । চীনের রাজনৈতিক পরামর্শ সম্মেলন সম্পর্কে তিনি যা বোঝেন সে সম্পর্কে মাদাম চৌ মেই বলেছেন , পাশ্চাত্ত্য পূঁজিবাদী দেশের সঙ্গে আমাদের দেশের রাজনৈতিক ব্যবস্থার পার্থক্য রয়েছে । আমাদের ব্যবস্থা হল চীনা কমিউনিষ্ট পার্টির নেতৃত্বাধীন বহু দলীয় সহযোগিতা ও রাজনৈতিক পরামর্শের ব্যবস্থা । এটা চীনের স্বকীয়বৈশিষ্ট্যসম্পন্ন সমাজতান্ত্রিক রাজনৈতিক পার্টির একটি ব্যবস্থা। চীনের রাজনৈতিক পরামর্শ সম্মেলনের প্রধান দায়িত্ব হল রাজনৈতিক পরামর্শ , গণতান্ত্রিক তত্ত্বাবধান ও দেশের রাজনৈতিক ব্যাপারে যোগ দেয়া ।

    চীনের রাজনৈতিক পরামর্শ সম্মেলনকে দেশের চালিকা শক্তি আধার বলে আখ্যায়িত হয় । চীনের বিভিন্ন ক্ষেত্রের বিশেষজ্ঞ , পন্ডিতসহ প্রাজ্ঞ ও অভিজ্ঞসকলেই রাজনৈতিক পরামর্শ সম্মেলনের সদস্য হতে পারেন । মাদাম চৌ মেই চীনের বিজ্ঞান ও প্রযুক্তি ক্ষেত্রের বিখ্যাত বিশেষজ্ঞ । চীনের রাজনৈতিক পরামর্শ সম্মেলনের একজন সদস্য হিসেবে গত বিশ বছর ধরে তিনি বহু তাত্পর্যসম্পন্ন প্রস্তাব পেশ করেছেন ।

    রাজনৈতিক পরামর্শ সম্মেলনের বার্ষিক অধিবেশনে প্রস্তাব পেশ করা রাজনৈতিক পরামর্শ সম্মেলনের সদস্যদের দায়িত্ব পালন করার ক্ষেত্রেএকটি গুরুত্বপূর্ণ পদ্ধতি । জানা গেছে , গত বছর রাজনৈতিক পরামর্শ সম্মেলনের বার্ষিক অধিবেশনের পর এ পর্যন্ত জাতীয় রাজনৈতিক পরামর্শ সম্মেলন সংশ্লিষ্ট বিভাগের কাছে মোট ৪৯৯৯টি প্রস্তাব দাখিল করেছে । জাতীয় আর্থ-সামাজিক উন্নয়ন ত্বরান্বিত করা , নানা সামাজিক দ্বন্দ্ব প্রশমিত করার ব্যাপারে এই সব প্রস্তাব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে ।

    তাছাড়া সদস্যরা অধিবেশন , পরিদর্শন ও আলোচনার মাধ্যমে রাষ্ট্রের গুরুত্বপূর্ণ ব্যাপারে অংশ নিতে পারেন এবং সংবিধান , ও আইন বাস্তবায়নে তত্ত্বাবধান করতে ও মতামত পেশ করতে পারবেন। চীনের রাজনৈতিক ব্যাপারে চীনের রাজনৈতিক পরামর্শ সম্মেলন গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে । এ সম্পর্কে জাতীয় রাজনৈতিক পরামর্শ সম্মেলনের গবেষণা সমিতির প্রফেসর চাংফোং বলেছেন , গণ রাজনৈতিক পরামর্শ সমাজতান্ত্রিক পরামর্শ ও গণতন্ত্র লালনের একটি গুরুত্বপূর্ণ ধাপ । এটা যেমন সমাজতান্ত্রিক গণতন্ত্রের উন্নয়ন ও সমাজতন্ত্রের রাজনৈতিক সভ্যতা নির্মাণেকার্যকর তেমনি সমাজের নানা দলের স্বার্থ ও রাজনৈতিক চাহিদা ব্যক্ত করে সুষম সমাজ উন্নয়নের পক্ষেও সহায়ক । রাজনৈতিক পরামর্শ সম্মেলন সরকারের নির্ভূল সিদ্ধান্ত ও দেশের উন্নয়নে বিরাট ভূমিকা পালন করেছে ।