চীনের জাতীয় পরিবেশ সুরক্ষা ব্যুরোর উপ-পরিচালক চৌ চিয়ান ২ মার্চ "চীনের পরিবেশ দূষণে সৃষ্ট ক্ষতি সংক্রান্ত গবেষণা প্রকল্প" বিষয়ক আন্তর্জাতিক সেমিনারে বলেছেন, চীন ও বিশ্ব ব্যাংকের মধ্যে এ ব্যাপারে ফলপ্রসূ সহযোগিতা হয়েছে।
চৌ চিয়ান বলেছেন, "চীনের পরিবেশ দূষণে সৃষ্ট ক্ষতি সংক্রান্ত গবেষণা প্রকল্প" হচ্ছে ২০০৩ সালে শুরু করা চীনের জাতীয় পরিবেশ সুরক্ষা ব্যুরো ও বিশ্ব ব্যাংকের একটি সহযোগিতামূলক প্রকল্প। এর উদ্দেশ্য হচ্ছে দূষিত পরিবেশে সৃষ্ট ক্ষয়ক্ষতি নিরূপণের পদ্ধতি নিয়ে গবেষণা করা, বৈজ্ঞানিকভাবে পরিবেশ দূষণের কারণে ঘটানো অর্থনৈতিক ক্ষয়ক্ষতির হিসাব করা। এখন এই প্রকল্পের কর্মসূচীর গবেষণার বিষয়বস্তু ও চূড়ান্ত রিপোর্ট সম্পাদিত হয়েছে।
চৌ চিয়ান বলেছেন, চীন একটি উন্নয়নশীল দেশ। পরিবেশ সমস্যার সমাধানে আন্তর্জাতিক সম্প্রদায়ের মনোযোগ দরকার। চীন অব্যাহতভাবে পরিবেশ সুরক্ষা ক্ষেত্রের সহযোগিতা জোরদার ও গভীরতর করবে।
|