v চীন আন্তর্জাতিক বেতারv বাংলা বিভাগv চীনের বিশ্ব কোষ
China Radio International
পর্যটনসংস্কৃতিবিজ্ঞানখেলাধুলাকৃষিসমাজঅর্থ-বাণিজ্যশিক্ষার আলো
চীনা সংবাদ
বিশ্ব সংবাদ
চীনের কণ্ঠ
সংবাদ ব্যক্তিত্ব
সংবাদের প্রেক্ষাপট
নানা দেশ
কুইজ
আবহাওয়া

মহা মিলন ২০০৮ পেইচিং অলিম্পিক গেমস

ভয়াবহ ভূমিকম্প দক্ষিণ-পশ্চিম চীনে আঘাত হেনেছে

লাসায় ১৪ মার্চ যা ঘটেছিল

ইয়ুন নান প্রদেশ

দক্ষিণ এশিয়া

তৃতীয় নয়ন
আরো>>
(GMT+08:00) 2007-03-02 18:48:28    
বিবৃতি বাস্তবায়নের প্রথম পর্যায়ে উত্তর কোরিয়া ইতিবাচক মনোভাব দেখিয়েছে

cri
     উত্তর কোরিয়ার সর্বোচ্চ গণ সম্মেলনের স্ট্যান্ডিং কমিটির চেয়ারমান কিম ইয়ং নাম ১ মার্চ পিয়ংইয়ংয়ে উত্তরও দক্ষিণ কোরিয়ার মন্ত্রী পর্যায়ের বিশতম অধিবেশনে অংশ গ্রহণকারী দক্ষিণ কোরিয়ার প্রতিনিধি দলের সঙ্গে সাক্ষাতেরসময় বলেছেন, পরমাণু অস্ত্রমূক্ত কোরীয় উপ-দ্বীপ বস্তবায়িত হওয়া উত্তর কোরিয়ার প্রাক্তন প্রেসিডেন্ট কিম মি সুংয়ের একটি অন্তিম ইচ্ছা ছিল। এই লক্ষ বাস্তবায়নের জন্য উত্তর কোরিয়া যথাসাধ্য প্রচেষ্টা চালাবে। তাঁর এই মনোভাব থেকে বুঝা যায়, কোরীয় পরমাণু সমস্যা সংক্রান্ত পঞ্চম দফা ছ'পক্ষীয় বৈঠকের তৃতীয় পযার্য়ের অধিবেশনে অনুমোদিত মিলিত দলিলপত্র বাস্তবায়নের জন্যে উত্তর কোরিয়া আরেক বার ইতিবাচক মনোভাব দেখাতের চেয়েছে।

      পঞ্চম দফা ছ'পক্ষীয় বৈঠকের তৃতীয় পর্যায়ের অধিবেশনের পর উত্তর কোরিয়া কেমনভাবে এই দলিলপত্র কার্যকর করবে তা বিভিন্ন পক্ষের আলোচ্য বিষয়ে পরিণত হয়েছে। সাম্প্রতিক বছরগুলোতে উত্তর কোরিয়া এ ক্ষেত্রে ধারাবাহিক ইতিবাচক পদক্ষেপ নিয়েছে। প্রথমত যুক্তরাষ্ট্র ও জাপানের সঙ্গে সম্পর্কের স্বাভাবিকীকরণের প্রক্রিয়া শুরু করেছে। কোরিয়া-মার্কিন সম্পর্কের স্বাভাবিকীকরণ কর্ম গ্রুপের বৈঠক চলতি মাসের ৫ ও ৬ তারিখে নিউইয়ার্কে অনুষ্ঠিত হবে। কোরিয়া-জাপান সম্পর্কের স্বাভাবিকীকরণ কর্ম গ্রুপের বৈঠক আগামী ৭ মার্চ হ্যানয়ে অনুষ্ঠিত হবে। তা ছাড়া, গত সপ্তাহে উত্তর কোরিয়া আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থার মহা পরিচালক আল বারাদেইকে উত্তর কোরিয়া সফরের আমন্ত্রণজানিয়েছে। সফরকালে বারাদেই উত্তর কোরিয়ার সঙ্গে পারমানবিক ব্যবস্থা বন্ধের খুঁটিনাঁটি বিষয় নিয়ে আলোচনা করবেন। জানা গেছে, বারাদেই সম্ভাবত চলতি মাসের মাঝামাঝি উত্তর কোরিয়া সফর করবেন। তা ছাড়া, গত ২৭ ফেব্রুয়ারী পিয়াংইয়াংয়ে সাত মাসব্যাপী স্থগিত থাকা মন্ত্রী পর্যায়ের বৈঠক পূনরায় শুরু হয়েছে।

     উপযুক্তধারাবাহিক ইতিবাচক অগ্রগতিতে নিউইয়ার্কে অনুষ্ঠিতব্য কোরিয়া-মার্কিন সম্পর্কের স্বাভাবিকীকরণ কর্ম গ্রুপের অধিবেশনের উপর বিশ্ব সম্প্রদায় বিশেষ মনোযোগ দিয়েছে। কারণ এটা হবে কোরিয়া যুদ্ধ শেষ হওয়ার ৫০ বছরের বেশী সময়ে দু'পক্ষের মধ্যে অনুষ্ঠিতব্য প্রথম বৈঠক। দু'দেশের মধ্যে সম্পর্ক সম্ভাবত স্বাভাবিক হতে পারে। পঞ্চম দফা ছ'পক্ষীয় বৈঠকের তৃতীয় পর্যায়ের অধিবেশন শেষ হওয়ার পর মার্কিন প্রতিনিধি দলের নেতা হিল বলেছেন, মার্কিন-কোরিয়া ব্যাংকিং সমস্যা ৩০ দিনের মধ্যে নিষ্পত্তিহবে। একটি খবরে প্রকাশ , মার্কিন অর্থ মন্ত্রণালয় আগামী সপ্তাহে উত্তর কোরিয়ার উপর ব্যাংকিং সমস্যা সংক্রান্ত তদন্ত শেষ করার পরিকল্পনা নিয়েছে।

     বিশ্লেষকরা মনে করেন, দীর্ঘকাল ধরে যুক্তরাষ্ট্রউত্তর কোরিয়ার প্রতি বৈরী নীতি অনুসরণ করার পর ,উত্তর কোরিয়া পরমাণু অস্ত্র উন্নয়ন করতে চেয়েছে। উত্তর কোরিয়ার পারমাণিবক পরীক্ষা চালানোর পর বিশ্ব সম্প্রদায় তার উপর অর্থনৈতিক নিষেধাজ্ঞা জারি করেছে। যার ফলে উত্তর কোরিয়া আরও নি:সঙ্গ আন্তর্জাতিক পরিবেশে নিমজ্জিত হয়ে পড়েছে। অন্য দিকে , যুক্তরাষ্ট্র ইরাক যুদ্ধ , ইরানের পরমাণু সমস্যাএবং আফগানিস্তানের বিশৃংখল পরিস্থিতিতে কোণঠাসা হয়ে পড়েছে। আগামী বছর যুক্তরাষ্ট্রের নির্বাচনের বছর। সুতরাং বুশ সরকার উত্তর কোরিয়ার প্রতি তার নীতিপন্থা পরিবর্তনেবাধ্য হয়েছে। এর পাশাপাশি উত্তর কোরিয়া নমনীয় মনোভাব গ্রহণ করেছে। উল্লেখযোগ্য, এ সব ইতিবাচক অগ্রগতি চীনের গঠনমূলক ভূমিকা এবং সশ্লিষ্ট পক্ষের মিলিত উদ্যোগের সঙ্গে সম্পর্কিত।

     কিন্তু বিশ্লেষকরা মনে করেন, ছ' পক্ষীয় বৈঠকের পথ সুগম হবে না। দু'দেশ যে নমনীয় মনোভাব দেখিয়েছে তার অর্থ এই নয় যে, দু'দেশের কৌশলগত নীতির পরিবর্তন হয়েছে।