চীনের কমিউনিস্ট পার্টির কেন্দ্রীয় কমিটির পলিট ব্যুরোর স্ট্যান্ডিং কমিটির সদস্য চেং ছিং হোং ১লা মার্চ জোর দিয়ে বলেছেন , সমগ্র পার্টিকে নেতৃত্বের সামর্থ্য ও পার্টির দৃষ্টান্তমূলক ভূমিকা জোরদার করতে হবে এবং একাগ্রচিত্তে পার্টির সপ্তদশ কংগ্রেস অনুষ্ঠানের প্রস্তুতি কাজ সুষ্ঠুভাবে সম্পন্ন করতে হবে ।
পার্টির উচ্চপদস্থ কর্মকর্তা প্রশিক্ষণ ইনস্টিটিউটের নতুন শিক্ষাবর্ষ উপলক্ষে অনুষ্ঠিত একটি অনুষ্ঠানে বক্তৃতা দেয়ার সময় তিনি বলেছেন , পার্টির ষোড়শ কংগ্রেস হওয়ার পর থেকে পার্টির সংস্কার ও উদ্ভাবনের সামর্থ্য ক্রমাগতভাবে বৃদ্ধি পেয়েছে । এটা পার্টির বিভিন্ন কাজ ত্বরান্বিত করার ব্যাপারে আরো বিরাট ভূমিকা পালন করছে ।
তিনি আরো বলেছেন , পার্টির বিভিন্ন স্তরের সংস্থা ও পার্টি-সদস্যদের কাজের উদ্যোগের প্রতি আরো উত্সাহ দিতে হবে এবং পার্টির ঐক্য ও প্রাণবন্ত শক্তিকে আরো জোরদার করতে হবে ।
চীনের কমিউনিস্ট পার্টির সপ্তদশ কংগ্রেস ২০০৭ সালের শেষার্ধে পেইচিংয়ে অনুষ্ঠিত হবে ।
|