চতুর্থ আন্তর্জাতিক মেরু বর্ষ বিষয়ক ব্যাপক বৈজ্ঞানিক জরীপ কর্মসূচী ১ লা মার্চ প্যারিসে অনুষ্ঠানিকভাবে চালু হয়েছে । পরবর্তী দু' বছরে বিশ্বের বিভিন্ন বিজ্ঞানীরা ২২০টি বিষয়কে কেন্দ্র করে দক্ষিণ ও উত্তর মেরুর ব্যাপারে সার্বিকভাবে জরীপ চালাবেন ।
আন্তর্জাতিক বিজ্ঞান পরিষদ ও বিশ্ব আবহাওয়া সংস্থার যৌথ উদ্যোগে এবারকার কর্মসূচী চালু করা হচ্ছে । গ্রীন হাউসের গ্যাস নিঃসরণ এবং দুই মেরুর সঙ্গে পৃথিবী উষ্ণ হয়ে উঠার সম্পর্কসহ বিভিন্ন বিষয় এই কর্মসূচীতে অন্তর্ভুক্ত থাকবে । বিজ্ঞানীরা দুই মেরুতে স্বাস্থ্য পরীক্ষার মতো একটি সার্বিক জরীপ চালাবেন । খবরে প্রকাশ , এ বছর বিশ্বের ৬৩টি দেশ ও অঞ্চলের ৫০ হাজার বিজ্ঞানী এই বিজ্ঞানভিত্তিক জরীপে অংশগ্রহণ করবেন ।
|