v চীন আন্তর্জাতিক বেতারv বাংলা বিভাগv চীনের বিশ্ব কোষ
China Radio International
পর্যটনসংস্কৃতিবিজ্ঞানখেলাধুলাকৃষিসমাজঅর্থ-বাণিজ্যশিক্ষার আলো
চীনা সংবাদ
বিশ্ব সংবাদ
চীনের কণ্ঠ
সংবাদ ব্যক্তিত্ব
সংবাদের প্রেক্ষাপট
নানা দেশ
কুইজ
আবহাওয়া

মহা মিলন ২০০৮ পেইচিং অলিম্পিক গেমস

ভয়াবহ ভূমিকম্প দক্ষিণ-পশ্চিম চীনে আঘাত হেনেছে

লাসায় ১৪ মার্চ যা ঘটেছিল

ইয়ুন নান প্রদেশ

দক্ষিণ এশিয়া

তৃতীয় নয়ন
আরো>>
(GMT+08:00) 2007-03-02 19:32:20    
কৃষি শ্রমিকদের অধিকার নিশ্চয়তা বিধানে চীনের উদ্যোগ

cri
    গত কয়েক বছরে চীনে শিল্পায়ন ও নগরায়নের গতি দ্রুততর হওয়ার সংগে সংগে বিপুল সংখ্যক কৃষক বিভিন্ন শহরে গিয়ে কাজ করতে শুরু করেন । জানা গেছে , সারা দেশের ৮০ কোটি কৃষকের মধ্যে প্রায় ২০ কোটি কৃষক এখন বিভিন্ন শহরে বিভিন্ন কাজে নিয়োজিত রয়েছেন । চীন সরকার তাদের জীবন ও কাজকর্মের ওপর বিশেষ গুরুত্ব দিচ্ছে এবং তাদের অধিকার ও স্বার্থ রক্ষার জন্যে প্রচেষ্টা চালাচ্ছে ।

    পূর্ব চীনের উপকূলীয় চে চিয়াং প্রদেশের দ্রুতগামী রেল পথের সুড়ংগের একটি নির্মাণস্থলে কৃষি শ্রমিক ছেন ছি আমাদের সংবাদদাতাকে তার বেতন-কার্ড দেখিয়েছেন । এ কার্ড পাওয়ার পর তার মাসিক বেতন সময়মত এ কার্ডের মধ্যে প্রবেশ করবে । পরে আর কোনোদিন তাদের দেরীতে বেতন পাওয়ার সম্ভাবনা থাকবে না । এ বেতন-কার্ড থাকায় যেমন তিনি যথাসময় পুরো বেতন পেতে পারেন , তেমনি তার আপনজনেরাও সুবিধাজনকভাবে ও নিরাপদে ব্যাংক থেকে তার   বেতন তুলে নিতে পারেন । তিনি বলেছেন ,

    একটি বেতন -কার্ড সবসময় আমার পকেটে থাকে । একটি আমানত-খাতা আমার বাড়িতে থাকে । এভাবে আমার আপনজনেরাও সরাসরি আমার বেতন তুলে নিতে পারেন ।

    আপনি এ ছোট বেতন-কার্ডকে তুচ্ছ করে দেখবেন না । অতীতে প্রয়োজনীয় তত্ত্বাবধায়ক ব্যবস্থা না থাকায় নির্মাণ পেশার কিছু সংখ্যক ঠিকাদার সময়মত কৃষি শ্রমিকদের বেতন দিতেন না । এভাবে অনেক শ্রমিক এক বছর পরিশ্রম করার পরও কোনো বেতন পাতেন না । গত দুই বছরে সরকারের হস্তক্ষেপে এ সমস্যার সুষ্ঠু সমাধান হয়েছে । নির্মাণ পেশাসহ বহু ইউনিট কৃষি শ্রমিকদের বেতন-কার্ড দিয়েছে এবং সরাসরি বেতন-কার্ডে টাকা জমা দেন । এ ব্যবস্থার কল্যাণে চীনের কৃষি শ্রমিকরা এখন যথাসময় তাদের বেতন পেতে সক্ষম হয়েছেন ।

    এর আগে মাঝেমধ্যে কৃষি শ্রমিকদের দেরীতে বেতন দেয়া হতো । এ প্রবণতা রোধের জন্যে চীনের বিভিন্ন স্থানের আদালত এ রকম মামলা বিচারের কাজ জোরদার করেছে । উত্তর-পূর্ব চীনের লিয়াও নিং প্রদেশের রাজধানী শেন ইয়াং শহরে আদালত , শ্রম ও সামাজিক নিশ্চয়তা বিধান ব্যুরোসহ ৯টি সংস্থা নিয়ে কৃষি শ্রমিকদের অধিকার সংরক্ষণ কেন্দ্র প্রতিষ্ঠিত হয় । এটি বিশেষ করে কৃষি শ্রমিকদের জন্যে প্রতিষ্ঠিত চীনের প্রথম প্রতিষ্ঠান । এ কেন্দ্রে বসানো দ্রুত বিচার আদালত কৃষি শ্রমিকদের স্বার্থজড়িত মামলাগুলোর বিচার দ্রুত করে থাকে । এ আদালতের প্রধান ওই সিয়াও তুং আমাদের সংবাদদাতাকে বলেছেন , এ আদালত বসানোর লক্ষ্য হচ্ছে সংশ্লিষ্ট মামলাগুলোর প্রণালী সহজতর করা , কৃষি শ্রমিকদের মামলার জন্যে সুবিধা দেয়া , যাতে তারা সময়মত তাদের বেতন পেতে পারেন । তিনি বলেছেন , যাতে কৃষি শ্রমিকরা তাদের অধিকার সংরক্ষণ কেন্দ্র থেকে বেরিয়ে যাওয়ার আগে তাদের বেতন পেতে পারেন , তার জন্যে সবসময় সাধ্যমত চেষ্টা করে থাকি ।

    চীন সরকারের নীতি অনুসারে কৃষি শ্রমিকরাই এখন আইনগত সহায়তা পাওয়ার একটি প্রধান লক্ষ্যবস্তুতে পরিণত হয়েছেন । এক হিসাব থেকে দেখা গেছে , ২০০৬ সালে চীনের বিভিন্ন স্থানের আইনগত সহায়তাকারী সংস্থা মোট ১ লাখ ২০ হাজারেরও বেশি কৃষি শ্রমিকের জন্যে আইনগত পরিসেবা প্রদান করেছে । এটি ২০০৫ সালের চেয়ে ৬৫ শতাংশ বেশি ।

    তাছাড়া চীনের বিভিন্ন স্থানে ধাপে ধাপে কৃষি শ্রমিকদের বেতন নিশ্চিতকারী অর্থ ব্যবস্থাও চালু করা হয়েছে । এ ব্যবস্থা অনুসারে গুরুত্বপূর্ণ তত্ত্বাবধানে থাকা নির্মাণ শিল্পপ্রতিষ্ঠান এবং যেসব শিল্পপ্রতিষ্ঠান আগে কৃষি শ্রমিকদের দেরীতে বেতন দিয়েছিল , সেসব শিল্পপ্রতিষ্ঠানকে আগেভাগেই স্থানীয় শ্রম ও নিশ্চয়তা বিধান বিভাগের কাছে নির্দষ্টি পরিমাণে টাকা জমা রাখতে হবে । এসব শিল্পপ্রতিষ্ঠান যথাসময় কৃষি শ্রমিকদের বেতন দিতে না পারলে স্থানীয় সরকার বেতন হিসেবে এ টাকাগুলো কৃষি শ্রমিকদের দিতে পারবে ।

    শহরে কর্মরত কৃষি শ্রমিকদের অন্য একটি বড় সমস্যা হচ্ছে এই যে, তাদের সামাজিক নিশ্চয়তা বিধানের মান খুবই নীচু । অথচ এখন অধিক থেকে অধিকতর সংখ্যক কৃষি শ্রমিককে শ্রমরত অবস্থায় আহত হওয়া সংক্রান্ত বীমা ও চিকিত্সা বীমা ব্যবস্থায় অন্তর্ভূক্ত করা হচ্ছে । উত্তর-পূর্ব চীনের হেইলুং চিয়াং প্রদেশের রাজধানী হারপিন শহরে কর্মরত কৃষি শ্রমিক লি তুং মেই তার অভিজ্ঞতার কথা বর্ণনা করে বলেছেন , কয়েক মাস আগে এক দুর্ঘটনায় তার ডান হাত ভেঙে যায় । তার ছেলে স্কুলে পড়ছে এবং শ্বশরী অসুস্থ্য । ৩০ হাজারের বেশি ইউয়ান অপারেশন-ফি তার জন্যে একটি অভাবনীয় সংখ্যা । তিনি বলেছেন ,

    আমার হত আহত ভেঙে যাওয়ার সময় আমি জানি না কি করা যায় । শ্রমরত অবস্থায় আহত হওয়া সংক্রান্ত বীমা না থাকলে আমি কোনোমতেই অপেরেশন-ফি দিতে পারতাম না ।

    লি তুং মেই আমাদের সংবাদদাতাকে বলেছেন , শ্রমরত অবস্থায় আহত হওয়া সংক্রান্ত বীমা থাকায় এ দুর্ঘটনা তার পরিবারের জন্যে বেশি বোঝা এনে দেয় নি । তার হাত সেরে গেলে তিনি আবার কাজে যোগ দিতে পারবেন । নতুন বছরে এটি তার জন্যে আনন্দদায়ক ব্যাপার ।

    শিক্ষাগতমান নীচু হওয়ায় এবং বিশেষ দক্ষতা ও নিরাপত্তা বোধ না থাকায় কৃষি শ্রমিদের মধ্যে ঘন ঘন দুর্ঘটনা ঘটে । চীনের বহু স্থানের সরকার তাদের প্রশিক্ষণের কাজ জোরদার করেছে । এভাবে তাদের নিরাপত্তা বোধ ও উত্পাদন দক্ষতা আগের চেয়ে অনেক উন্নত হয়েছে ।

    কৃষি শ্রমিদের প্রশিক্ষণের কাজ জোরদারের সংগে সংগে বহু লোক বিভিন্ন শিল্পপ্রতিষ্ঠানের দক্ষ শ্রমিকে পরিণত হয়েছেন । শান তুং প্রদেশের লি তুং শেং তাদের অন্যতম । ২০০৫ সালে তিনি অন্তর্মঙ্গোলিয় অঞ্চলের সিন থাই নির্মাণ কোম্পানিতে একজন বিদ্যুত শ্রমিক হিসেবে যোগ দেন । বিশেষ প্রশিক্ষণ নেয়ার পর দু বছরের মধ্যে তিনি বিদ্যুত গ্রুপের কর্তা হন । তিনি বলেছেন ,

    আমি এ কোম্পানি থেকে দক্ষতা-কার্ড লাভ করেছি । এ কার্ড সংগে নিয়ে আমি যে কোনো নির্মাণস্থলে যেতে পারবো । এ কার্ড না থাকলে কোনো ইউনিট তোমাকে বিশ্বাস করতে পারবে না । আমি এখন নিশ্চিন্ত আছি ।

    অন্তর্মংগোলিয় অঞ্চলের সিন থাই নির্মাণ কোম্পানিতে লি তুং শেংয়ের মত আরো ৪০জনের মত দক্ষ শ্রমিক রয়েছেন । তারা ইতোমধ্যে এ কোম্পানির মেরুদন্ড স্থানীয় শক্তিতে পরিণত হয়েছেন ।