হোপেই প্রদেশের নতুন জ্বালানীসম্পদ অফিস সূত্রে জানা গেছে, ২০০৬ সালে এই প্রদেশে মোট ৩ লাখ ১২ হাজার মিথেইন সংরক্ষনাগার স্থাপিত হয়েছে। ফলে ১৮.২টি গ্রামীণ পরিবার মিথেইন ব্যবহার করতে পারে।
খবরে জানা গেছে, ২০০৭ সালে আরো ৩ লাখ পরিবার মিথেইন ব্যবহার করতে পারবেন। গ্রামের মিথেইন গ্রাহকদের অনুপাত ১৩.৫ শতাংশ হবে।
**এই বছর কৃষি ক্ষেত্রে হোনান প্রদেশের বিভিন্ন জায়গার পুঁজি বিনিয়োগের পরিমাণ ৪০ বিলিয়ন ইউয়ান রেনমিনপি ছাড়িয়ে যাবে
হোনান প্রদেশের কৃষি দপ্তর থেকে জানা গেছে, এ বছর এই প্রদেশ কৃষি, কৃষক ও গ্রাম এ তিনটি ক্ষেত্রে পুঁজি বিনিয়োগের মাত্রা বাড়াবে। গ্রামের উত্পাদন এবং জীবন যাত্রার শর্ত উন্নয়ন করার জন্যে বিভিন্ন স্থানে পুঁজি বিনিয়োগ ৪০ বিলিয়ন ইউয়ান রেনমিনপি ছাড়িয়ে যাবে বলে আশা করা হচ্ছে।
**হেইলোংচিয়াং প্রদেশের গ্রামাঞ্চলের ৩০ লাখ ছাত্রছাত্রী গ্রামের বাধ্যতামূলক শিক্ষা ফি সুনিশ্চিত ব্যবস্থার সংস্কার সুবিধাভোগী
এই বছরের বসন্তে গ্রামের বাধ্যতামূলক শিক্ষা ফি সংক্রান্ত নতুন ব্যবস্থা পুরোপুরিভাবে কার্যকর হবে। ফলে হেলোংচিয়াং প্রদেশের গ্রামের প্রাথমিক স্কুল ও মাধ্যমিক স্কুলের ছাত্রছাত্রীরা এর সুফল ভোগ করতে পারবেন।
**নানচিং শহরের গ্রামের ৩০ হাজার শ্রমিক-শক্তি অবৈতনিক প্রশিক্ষণ পাবে
নানচিং শহরের শ্রম ও সামাজিক নিশ্চয়তা বিধান ব্যুরো থেকে জানা গেছে, পরিকল্পনা অনুসারে এই শহরের সংশ্লিষ্ট বিভাগ গ্রামের ৩০ হাজার শ্রমিক-শক্তির জন্যে অবৈতনিক প্রশিক্ষণ দিবে।
**চিয়াংসু প্রদেশের নতুন গ্রামের নির্মাণ কাজে ৩৮০ কোটিরও বেশী ইউয়ান রেনমিনপি পুঁজি বিনিয়োগ করা হবে
২০০৭ সালে চিয়াংসু প্রদেশের সরকার নতুন গ্রাম নির্মাণের জন্যে মোট ২৮২.৫ কোটি ইউয়ান রেনমিনপি পুঁজি বিনিয়োগ করবে। ২০০৬ সালের চেয়ে এই সংখ্যা ১৭০ কোটি ইউয়ান রেনমিনপি বেশী এবং এই সংখ্যা ৩১.৮ শতাংশেরও বেশী।
|