v চীন আন্তর্জাতিক বেতারv বাংলা বিভাগv চীনের বিশ্ব কোষ
China Radio International
পর্যটনসংস্কৃতিবিজ্ঞানখেলাধুলাকৃষিসমাজঅর্থ-বাণিজ্যশিক্ষার আলো
চীনা সংবাদ
বিশ্ব সংবাদ
চীনের কণ্ঠ
সংবাদ ব্যক্তিত্ব
সংবাদের প্রেক্ষাপট
নানা দেশ
কুইজ
আবহাওয়া

মহা মিলন ২০০৮ পেইচিং অলিম্পিক গেমস

ভয়াবহ ভূমিকম্প দক্ষিণ-পশ্চিম চীনে আঘাত হেনেছে

লাসায় ১৪ মার্চ যা ঘটেছিল

ইয়ুন নান প্রদেশ

দক্ষিণ এশিয়া

তৃতীয় নয়ন
আরো>>
(GMT+08:00) 2007-03-02 19:36:20    
দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট রোহ মু-হিউন

cri
    রোহ মু-হিউন ১৯৪৬ সালের ৬ আগষ্ট দক্ষিণ কোরিয়ার একটি কৃষক পরিবারে জন্মগ্রহণ করেন। তিনি বুসান বাণিজ্য হাইস্কুলে লেখাপড়া করেন। ১৯৭৭ সাল থেকে তিনি ডায়েজয়েওন শহরের আঞ্চলিক আদালতের বিচারকের দায়িত্ব পালন করেন। ১৯৭৮ সালে তিনি আইনজ্ঞের যোগ্যতা লাভ করেন।

    ১৯৮৮ সালে রোহ মু-হিউন দক্ষিণ কোরিয়ার ১৩তম কংগ্রেসের স্পীকার নির্বাচিত হন। ১৯৯৩ সালের মার্চ মাসে তিনি ডেমোক্র্যাটিক লেবার পার্টির সর্বোচ্চ কমিশনার নির্বাচিত হন। ১৯৯৭ সালের নভেম্বর মাস থেকে তিনি জাতীয় রাজনৈতিক সম্মেলনের ভাইস মহাপরিচালকের দায়িত্ব পালন করেন। ১৯৯৮ সালে তিনি ১৫তম কংগ্রেসের স্পীকার নির্বাচিত হন। ২০০০ সালের আগষ্ট থেকে ২০০১ সালের মার্চ মাস পর্যন্ত তিনি দক্ষিণ কোরিয়ার সমুদ্র পণ্যদ্রব্য মন্ত্রীর দায়িত্ব পালন করেন।

    ২০০১ সালের সেপ্টেম্বর মাসে রোহ মু-হিউন দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্টের নির্বাচনে অংশ নেয়ার ঘোষণা করেন। অক্টোবর মাসে তিনি ডেমোক্র্যাটিক লেবার পার্টির সর্বোচ্চ কমিশনের সদস্যের পদে নিযুক্ত হন এবং ২০০১ সালের নভেম্বর মাস থেকে তিনি ডেমোক্র্যাটিক লেবার পার্টির স্থায়ী বিশেষজ্ঞের দায়িত্ব পালন করেন। ২০০২ সালের জুলাই মাসে তিনি ডেমোক্র্যাটিক লেবার পার্টির প্রেসিডেন্টের প্রার্থী নির্বাচিত হন। ডিসেম্বর মাসে তিনি প্রেসিডেন্ট নির্বাচনে জয়ী হয়ে প্রেসিডেন্টের পদে নিযুক্ত হয়েছেন। ২০০৩ সালের ২৫ ফেব্রুয়ারী, তিনি প্রেসিডেন্ট হিসেবে শপথ গ্রহণ করেন। ২০০৩ সালের ২৯ সেপ্টেম্বর তিনি ডেমোক্র্যাটিক লেবার পার্টি থেকে নিডোকে প্রত্যাহারের কথা ঘোষণা করেন। ২০০৪ সালের মে মাসে তিনি আন্তরিকভাবে ইউরি পার্টিতে যোগ দেন।

    ২০০৪ সালের ১২ মার্চ আইন অনুযায়ী দক্ষিণ কোরিয়ার কংগ্রেসে তিন ভাগের দুই ভাগ ভোট নিয়ে প্রেসিডেন্ট রোহ মু-হিউনকে অভিযুক্ত করার প্রস্তাব গৃহীত হয়। তাঁর প্রেসিডেন্টের ক্ষমতা স্থগিত হয়ে যায়। ১৪ মে দক্ষিণ কোরিয়ার সাংবিধানিক আদালত প্রেসিডেন্ট রোহ মু-হিউনের অভিযুক্ত মামলার রায়ে, কংগ্রেসে গৃহীত প্রেসিডেন্টের অভিযুক্ত নাকচ করে প্রেসিডেন্ট রোহ মু-হিউন যথাশীঘ্র সম্ভব পুনারয় প্রেসিডেন্টের ক্ষমতা প্রশাসন করে।

    ২০০৩ সালের জুলাই মাসে রহ মু-হিউন চীন সফর করেন। ২০০৬ সালের ১৩ অক্টোবর তিনি দ্বিতীয় বার চীন সফর করেছেন।