পয়লা মার্চ সোমালিয়ার একজন কর্মকর্তা বলেছেন, আফ্রিকান ইউনিয়নের শান্তিরক্ষী বাহিনীর অগ্রবর্তী সৈন্য দলটি এখন সোমালিয়ায় । সোমালিয়ার প্রেসিডেন্ট আব্দুল্লাহি ইউসুফ ঘোষণা করেছেন যে, আগামী মাসের মাঝা মাঝি জাতীয় সমঝোতা সম্মেলন আয়োজন করা হবে ।
দক্ষিণ সোমালিয়ার বাইদোয়া পুলিশের খবরে জানা গেছে, আফ্রিকান ইউনিয়নের অগ্রবর্তী সৈন্য দল হিসেবে ৩০জনেরও বেশি উগান্ডার সৈন্য এদিন সকালে বাইদোয়ায় পোঁছেছে । জাতিসংঘ নিরাপত্তা পরিষদের অনুমোদন অনুযায়ী সোমালিয়ায় দায়িত্ব পালন করতে আসা আফ্রিকান ইউনিয়নের এটি প্রথম শান্তিরক্ষী বাহিনী ।
প্রেসিডেন্ট ইউসুফ ঘোষণা করেছেন যে, ১৬ এপ্রিল সোমালিয়ার রাজধানী মোগাদুসুতে দু'মাসব্যাপী এক জাতীয় সমোঝতা সম্মেলনের আয়োজন করবে ,যাতে সোমালিয়ার বিভিন্ন দলের মধ্যে অসঙ্গতি দূর করা এবং রাষ্ট্রের স্থিতিশীলতা বজায় রাখা সম্ভব হয় ।
|