১ মার্চ সফররত ইরানের উপপররাষ্ট্রমন্ত্রীআব্বাস আরাঘছিরি চীনের পররাষ্ট্রমন্ত্রীলি চাও সিংয়ের সঙ্গে সাক্ষাত করেছেন । দুপক্ষ ইরানের পরমাণু সমস্যা , চীন-ইরান সম্পর্ক এবং দুদেশের স্বার্থজড়িত আন্তর্জাতিক ও আঞ্চলিক বিষয় নিয়ে মত বিনিময় করেছে ।
লি চাওসিং বলেছেন , চীন বরাবরই কুটনৈতিক বৈঠকের মাধ্যমে শান্তিপূর্ণভাবে ইরানের পরমাণু সমস্যা সমাধানের পক্ষপাতি । চীন আশা করে , ইরান সক্রিয়ভাবে আন্তর্জাতিক সম্প্রদায়ের উদ্বেগের জবাব দেবে । আন্তর্জাতিক সম্প্রদায় অব্যাহতভাবে কুটনৈতিক প্রচেষ্টার মাধ্যমেযততাড়াতাড়ি সম্ভব বৈঠক আবার শুরু করার কাজ ত্বরান্বিত করবে ।
আরাঘছিরি বলেছেন , ইরান বৈঠকের মাধ্যমে ন্যায়সংগত ও যুক্তিযুক্তভাবে ইরানের পরমাণু সমস্যার সমাধান করতে চায় ।
এ দিন চীনের সহকারী পররাষ্ট্রমন্ত্রী ছুই থিয়েনখাই ও আরাঘছিরির মধ্যে এক বৈঠক অনুষ্ঠিতহয়েছে ।
|