চীনের নানকাই বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক লি রো লি সম্প্রতি উল্লেখ করেছেন, প্যান-উত্তর উপসাগরীয় অঞ্চলের সহযোগিতা চীন ও আসিয়ানের সম্পর্ককেআরো ঘনিষ্ঠ করার পাশাপাশি সকলের কল্যাণ লাভের পরিস্থিতিও সৃষ্টি করেছে।
চীনের কুয়াংশি প্রদেশ সীমান্ত অঞ্চলে থাকার ফলে এক সময় পশ্চাত্পদ ছিল। চীন ও আসিয়ানের মধ্যে অবাধ বাণিজ্যিক অঞ্চল প্রতিষ্ঠা কুয়াংশির উন্নয়নের জন্য সুযোগ বয়ে এনেছে। গত বছর কুয়াংশি "প্যান-উত্তর উপসাগরীয় অঞ্চলের সহযোগিতা" ধারণা উত্থাপন করেছে, এতে আগেকার কুয়াংশি, কুয়াংতুং, হাইনান ও ভিয়েতনামের কয়েকটি প্রদেশ নিয়ে গঠিত উত্তর উপসাগর বেষ্টিত অর্থনৈতিক সহযোগিতা অঞ্চলের সঙ্গে মালয়েশিয়া, সিঙ্গাপুর, ইন্দোনেশিয়া , ফিলিপাইন ও ব্রুনেইকে অন্তর্ভুক্ত করা হয়েছে।
বিশেষজ্ঞরা মনে করেন, প্যান উত্তর-উপসাগরীয় অঞ্চলের সহযোগিতা ত্বরান্বিত করার মাধ্যমে চীন আরো ভালোভাবে চীন ও আসিয়ানের অবাধ বাণিজ্য অঞ্চলের প্রক্রিয়াকে ত্বরান্বিত করতে সক্ষম হবে এবং বিশ্বের অর্থনৈতিক সহযোগিতা ও প্রতিদ্বন্দ্বিতায় অংশ গ্রহণ করবে।
|