v চীন আন্তর্জাতিক বেতারv বাংলা বিভাগv চীনের বিশ্ব কোষ
China Radio International
পর্যটনসংস্কৃতিবিজ্ঞানখেলাধুলাকৃষিসমাজঅর্থ-বাণিজ্যশিক্ষার আলো
চীনা সংবাদ
বিশ্ব সংবাদ
চীনের কণ্ঠ
সংবাদ ব্যক্তিত্ব
সংবাদের প্রেক্ষাপট
নানা দেশ
কুইজ
আবহাওয়া

মহা মিলন ২০০৮ পেইচিং অলিম্পিক গেমস

ভয়াবহ ভূমিকম্প দক্ষিণ-পশ্চিম চীনে আঘাত হেনেছে

লাসায় ১৪ মার্চ যা ঘটেছিল

ইয়ুন নান প্রদেশ

দক্ষিণ এশিয়া

তৃতীয় নয়ন
আরো>>
(GMT+08:00) 2007-03-01 19:10:04    
রাশিয়া  ও যুক্তরাষ্ট্রের মধ্যে অস্ত্র প্রতিযোগিতা আবার  শুরু  হবে ?

cri
    সম্প্রতি যুক্তরাষ্ট্র ইউরোপে ্আত্মরক্ষামূলক ক্ষেপণাস্ত্র ব্যবস্থা গড়ে তোলার প্রচেষ্টা চালানোর পাশাপাশি রাশিয়াও পঞ্চম প্রজন্মের নতুন ক্ষেপনাস্ত্র ব্যবস্থা তৈরীর কাজ দ্রুত করার কথা ঘোষণা করেছে । আত্মরক্ষামূলক ক্ষেপনাস্ত্র ব্যবস্থা তৈরী ও বসানোর ক্ষেত্রে দু'দেশ ধারাবাহিকভাবে যে কর্মসূচী অবলম্বন করেছে , তাতে ঠান্ডা যুদ্ধকালে আধিপত্য লাভের জন্য যুক্তরাষ্ট্র ও প্রাক্তন সোভিয়েত ইউনিয়নের প্রতিযোগিতার অতীত আবার জীবন্ত হয়ে উঠেছে । রাশিয়া ও যুক্তরাষ্ট্রের মধ্যে

    অস্ত্র প্রতিযোগিতা আবার শুরু হয়ে যায় কি না , সে ব্যাপারে বিশ্ব সম্প্রদায় উদ্বেগ প্রকাশ করছে ।

    গত শতাব্দির পঞ্চাশের দশক থেকে ষাটের দশকের শেষ দিক পর্যন্ত সোভিয়েত ইউনিয়ন ও যুক্তরাষ্ট্রের মধ্যে আত্মরক্ষামূলক ক্ষেপণাস্ত্র ব্যবস্থাকে কেন্দ্র করে এক দফা ব্যাপকাকারের অস্ত্র প্রতিযোগিতা দেখা দিয়েছিল । তখন আক্রমণাত্মক কৌশলগত ক্ষেপণাস্ত্র ব্যবস্থার তৈরী কাজ দ্রুত করার পাশাপাশি দু'দেশ আত্মরক্ষামূলক ক্ষেপণাস্ত্র ব্যবস্থা গবেষণা করার ব্যাপারেও তত্পর ছিল । আত্মরক্ষামূলক ক্ষেপণাস্ত্র ব্যবস্থার প্রভাবে দু'দেশের আক্রমণাত্মক ক্ষেপণাস্ত্রের পরিমাণও অবাধে বৃদ্ধি পাচ্ছিল ।

    এই পটভূমিতে ১৯৭২ সালে দু'দেশের মধ্যে ব্যালিস্টিক ক্ষেপনাস্ত্র বিরোধী ব্যবস্থা সীমিত রাখা সংক্রান্ত একটি চুক্তি স্বাক্ষরিত হয়েছে । এই চুক্তি অনুযায়ী , উভয় পক্ষের দেশজুড়ে ্ ত্রআত্মরক্ষামূলক ক্ষেপণাস্ত্র ব্যবস্থার বিকাশ রোধ করার মাধ্যমে সামরিক শক্তির দিক থেকে পরস্পরের প্রাধান্য বজায় রাখা হবে । এর উদ্দেশ্য দুই প্রতিদ্বন্দ্বীর মধ্যে এক ধরনের বিপজ্জনক ভারসাম্য গড়ে তোলা । কিন্তু ১১ সেপ্টেম্বর ঘটনা ঘটার পর সন্ত্রাস দমনের অজুহাতে যুক্তরাষ্ট্র একতরফাভাবে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র বিরোধী চুক্তি থেকে সরে গেছে । এতে যুক্তরাষ্ট্র ও বিশ্বের অন্যান্য দেশগুলোতে আত্মরক্ষামূলক ক্ষেপণাস্ত্র ব্যবস্থা বসানোর ওপর প্রভাব ফেলেছে ।

    সম্প্রতি রাশিয়া ও যুক্তরাষ্ট্র আত্মরক্ষামূলক ক্ষেপণাস্ত্রব্যবস্থার তৈরী ও বসানোর ব্যাপারে যে ধারাবাহিকভাবে পদক্ষেপ গ্রহণ করেছে , গত শতাব্দির পঞ্চাশের দশক ও ষাটের দশকের তুলনায় তার সঙ্গে সত্যিই কয়েকটি মিল আছে ।

    রাশিয়া ও যুক্তরাষ্ট্র যে বিপুল পরিমাণে আত্মরক্ষামূলক ক্ষেপণাস্ত্র অস্ত্র বসাচ্ছে , তাতে বিশ্ব সম্প্রদায় উদ্বেগ প্রকাশ করেছে । কিন্তু ভবিষ্যতের দিক থেকে বিশ্লেষণ করে দু'দেশ যে নতুন এক দফা অস্ত্র প্রতিযোগিতায় ঝাঁপিয়ে পড়বে , তার সম্ভাবনা খুবই কম ।

    সর্বপ্রথমে আঞ্চলিক কৌশলগত ভারসাম্য স্বল্প সময়ের মধ্যে ভেঙ্গে দেয়া সম্ভব হবে না । যদিও যুক্তরাষ্ট্রের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র বিরোধী ব্যবস্থা পূর্বমুখী সম্প্রসারণের মাধ্যমে রাশিয়ার নিকটে বসানো হয়েছে , কিন্তু এই ব্যবস্থা ভেঙ্গে দেয়ার জন্য রাশিয়ার পর্যাপ্ত আক্রমণাত্মক অস্ত্র মজুদ রয়েছে । রাশিয়ার টপুল-এম কৌশলগত ক্ষেপণাস্ত্রের সাহায্যে বিশ্বের কোন আত্মরক্ষামূলক ক্ষেপণাস্ত্র ব্যবস্থাকে ধ্বংস দেয়া যায় বলে মনে করা হচ্ছে । অন্য আরেক খবরে প্রকাশ , টপুল-এম ক্ষেপণাস্ত্রের নিক্ষেপের সঠিকতাও ক্রমাগতভাবে উন্নত হচ্ছে । সুতরাং যুক্তরাষ্ট্রের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রর বিরোধী ব্যবস্থা রাশিয়ার কৌশলগত নিরাপত্তার বিরুদ্ধে প্রত্যক্ষভাবে হুমকী সৃষ্টি করা সম্ভব হবে না ।

    দ্বিতীয়তঃ বর্তমানে বহু ক্ষেত্রে দু'দেশের যৌথ স্বার্থ রয়েছে । উভয় পক্ষ প্রত্যক্ষ সংঘর্ষ এড়ানোর চেষ্টা করছে । সন্ত্রাস দমন , ব্যাপক ধ্বংসাত্মক অস্ত্রের বিস্তৃতি রোধ করা , বিশ্বের জ্বালানীর নিরাপত্তা সুরক্ষা করা , ইরানের পরমাণু সমস্যা , ইরাক সমস্যা ও কোরীয় উপদ্বীপের পরমাণু সমস্যাসহ বিভিন্ন ক্ষেত্রে দু'দেশের অভিন্ন স্বার্থ রয়েছে ।

    তৃতীয়তঃ ঠান্ডা যুদ্ধ সময়পর্বের তুলনায় বর্তমান আন্তর্জাতিক পরিস্থিতি ভিন্ন । যুক্তরাষ্ট্র ও প্রাক্তন সোভিয়েত ইউনিয়নের মধ্যে যে অস্ত্র প্রতিযোগিতা হতো , তা তখনকার দুই অতি বৃহত্ শক্তির ভারসাম্যতার পটভূমিতে ঘটেছে । এখন বিশ্বের রাজনৈতিক কাঠামোর আমূল পরিবর্তন হয়েছে । এই পরিপ্রেক্ষিতে রাশিয়া ও যুক্তরাষ্ট্রের মধ্যে অস্ত্র প্রতিযোগিতা চালানো সম্ভব হবে না ।