১ মার্চ চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ছিং কাং পেইচিংয়ে পুনরায় বলেছেন, সুষ্ঠুভাবে ঐতিহাসিক সমস্যার সমাধান করা হচ্ছে চীন ও জাপানের মধ্যে সম্পর্ক উন্নয়নের মূল লক্ষ । চীন জাপানের বিভিন্ন ক্ষেত্রের কর্মকর্তাদের সঙ্গে দু'দেশের সম্পর্কের স্থিতিশীল উন্নয়নকে ত্বরান্বিত করতে ইচ্ছুক ।
তিনি বলেছেন, গত বছর অক্টোবর মাসে চীন ও জাপানের মধ্যে দু'দেশের সম্পর্ক উন্নয়নের বাধা দূর করা এবং দ্বিপক্ষীয় সম্পর্কের নতুন উন্নয়ন নিয়ে মতৈক্য হয়েছে । তারপর চীন ও জাপানের নেতৃবৃন্দরা বারবার বৈঠক করেছেন । চলতি বছরের এপ্রিল মাসে প্রধানমন্ত্রী ওয়েন চিয়াপাও জাপান সফর করবেন । চীন ও জাপানের সম্পর্কের উন্নয়ন হচ্ছে দু'পক্ষের সম্মিলিত প্রচেষ্টার ফসল, তা মূল্যায়ন করা উচিত ।
|