পেইচিং অলিম্পিক গেমসের সাংগঠনিক কমিটির স্বেচ্ছাসেবক বিভাগের সর্বশেষ পরিসংখ্যান অনুযায়ী, পেইচিং অলিম্পিক গেমস, প্রতিবন্ধী অলিম্পিক গেমসের স্বেচ্ছাসেবক নিয়োগের কাজ গত বছর ২৮ আগস্ট আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে। এ পর্যন্ত ৩ লাখ ৫০ হাজার জন লোক তাদের নাম তালিকাভুক্ত করেছেন।
পেইচিং অলিম্পিক গেমসের সাংগঠনিক কমিটির স্বেচ্ছাসেবক বিভাগের উপ-পরিচালক লি শি সিন বলেছেন, এত বেশি লোকজনের মধ্যে সবচেয়ে উপযুক্ত ব্যক্তি খুঁজে বের করার পাশাপাশি যাদের নাকচ করা হয়েছে , তাদেরকেও হতাশ না করা একটি খুব কঠিন কাজ।
জানা গেছে, পেইচিং অলিম্পিক গেমসের জন্য প্রায়৭০ হাজার স্বেচ্ছাসেবক দরকার। প্রতিবন্ধী অলিম্পিক গেমসের জন্য প্রায় ৩০ হাজার স্বেচ্ছাসেবক দরকার। প্রতিযোগিতা চলাকলে আরো ৪ লাখেরও বেশি শহুরে স্বেচ্ছাসেবক ও ১০ লাখেরও বেশি সামাজিক স্বেচ্ছাসেবক লাগবে।
|