চীনের জাতীয় উন্নয়ন ও সংস্কার কমিশনের ভাইস চেয়ারম্যান ওয়াং চিনসিয়াং ১ মার্চ পেইচিংয়ে বলেছেন , পশ্চিম চীন তেল ও প্রাকৃতিক গ্যাস সহ বিভিন্ন খনিজ পদার্থ সম্পদে সমৃদ্ধ । পশ্চিম চীনের এই সব সম্পদের উন্নয়নে চীন বিদেশী শিল্পপ্রতিষ্ঠানগুলোর অংশগ্রহণকে স্বাগত জানায় ।
তিনি এক সংবাদ সম্মেলনে বলেছেন , ২০০৬ সাল থেকে ২০১০ সাল পর্যন্ত পশ্চিম চীনের মহা উন্নয়ন সংক্রান্ত কার্যক্রমে জ্বালানী শক্তি ও খনিজ পদার্থ সহ বিভিন্ন বৈশিষ্ট্যপূর্ণ শিল্পের উন্নয়নের কথা তুলে ধরা হয়েছে । বিদেশী শিল্পপ্রতিষ্ঠানগুলো এই সুযোগ কাজে লাগিয়ে পশ্চিম চীনের খনিজ পদার্থ সম্পদ ও বৈশিষ্ট্যসম্পন্ন কৃষি পার্শ্বজাত দ্রব্য সহ বিভিন্ন সম্পদের উন্নয়ন ও প্রক্রিয়া করণে যোগ দেবে বলে তিনি আশা করেন ।
২০০০ সালে পশ্চিম চীনের উন্নয়ন সংক্রান্ত নীতি চালু করার পর চীন পশ্চিম চীনের বুনিয়াদী ব্যবস্থার নির্মাণকাজ জোরদার করেছে । নীতি অনুযায়ী পশ্চিম চীনের উন্নয়নে অর্থবিনিয়োগকারী বিদেশী শিল্পপ্রতিষ্ঠানগুলো কানসু ও ছিংহাই প্রদেশ এবং নিংসিয়া হুই স্বায়ত্তশাসিত অঞ্চল , সিনচিয়াং স্বায়ত্তশাসিত অঞ্চল ও তিব্বত স্বায়ত্তশাসিত অঞ্চলে বেশি সুবিধা পাবে ।
|